নতুন নোট বিনিময় শুরু বৃহস্পতিবার
ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলো নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। সোমবার বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র বলছে, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতি কার্যদিবসে বাংলাদেশ ব্যাংকের কাউন্টার ছাড়াও অন্যান্য বাণিজ্যিক থেকে আগামী ২২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত নতুন নোট সংগ্রহ করা যাবে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, দেশের বিভিন্ন এলাকায় বাংলাদেশ ব্যাংকের শাখা ছাড়াও প্রধান কার্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে নতুন নোট পাওয়া যাবে। এছাড়া রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকেও ২ টাকা থেকে ৫০ টাকা মূল্যমানে নতুন নোট সংগ্রহ করা যাবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।
No comments