বালিয়াকান্দিতে ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় বাজারের সার্বিক চিত্র পাল্টে যাচ্ছে
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদারের প্রচেষ্টায় প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত জামালপুর বাজারের সার্বিক চিত্র পাল্টে যাচ্ছে। বুধবার সকালে জামালপুর বাজারে গিয়ে দেখাযায়, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদারের নেতৃত্বে ইউপি সদস্য রফিক শেখ, বাজারের ব্যবসায়ীদের সাথে নিয়ে সড়কের উপর অবৈধ দখলদার উচ্ছেদ, ঘরের বাইরে থাকা মালামাল সরানোর জন্য সকল ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধকরছেন। এতে বাজার পরিস্কার ও অবৈধ দখলমুক্ত হচ্ছে। ফলে জনসাধারন ও ব্যবসায়ীদের হয়রানী বন্ধ হবে। জামালপুর বাজারের ব্যবসায়ী স্বাধীন খান, গোলাম খান, রিপন, জাকির হোসেন জানান, জামালপুর বাজার দীর্ঘদিন পরিস্কার-পরিচ্ছন্নতার অভাবে ড্রেন গুলো ভরাট হয়ে যায়। বাজারের সড়ক দখল করে ছোট-ছোট দোকান করার কারণে যানজট ও জনসাধারনের চলাচলে মারাত্বক বিঘœ সৃষ্টি হচ্ছিল। সামান্য বৃষ্টিতেই পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে ব্যবসায়ীসহ জনসাধারনের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
দীর্ঘদিন ধরে এভাবেই চলছিল বাজারের ব্যবসায়ী ও জনসাধারন। গত শনিবার থেকে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদার ব্যবসায়ীদের সাথে নিয়ে বাজারের সকল সড়ক অবৈধ দখলদারদের উচ্ছেদ করাসহ লোকজন দিয়ে ড্রেন পরিস্কার-পরিচ্ছন্ন করা ও মেরামত কাজ শুরু করেছেন। এতে বাজারের সার্বিক চিত্র পাল্টে যাচ্ছে। স্থানীয় ইউপি সদস্য রফিক শেখ জানান, ইতিমধ্যেই জামালপুর বাজারে বাজারে ৫টি টিউবয়েল স্থাপন, ৩টি প্রসাবখানা নির্মাণ করা হয়েছে। ড্রেন মেরামত করা হচ্ছে। আরো বাকী সমস্যাগুলো সমাধানে কাজ করা হবে। জামালপুর বাজার বণিক সমিতির সভাপতি মীর মনিরুজ্জামান বাবু জানান, জামালপুর বাজারে যে কাজ করা হচ্ছে তা অবশ্যই ভালো উদ্যোগ। জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদার জানান, জামালপুর বাজারটি দীর্ঘদিন যাবৎ নানা অবহেলার কারণে ড্রেনগুলো অচল হয়ে পড়ে। সড়ক গুলো অবৈধ দখল হয়ে যায়। এ অবস্থায় ব্যবসায়ীদের সহযোগিতায় হাট-বাজার উন্নয়ন প্রকল্পের অর্থায়নে জামালপুর বাজারকে একটি মডেল ও আধুনিক বাজার হিসেবে রুপান্তরের লক্ষে কাজ করা হচ্ছে। এতে বাজার ব্যবসায়ীরা স্বতস্ফুত ভাবে সহযোগিতা করছে।
No comments