কসবায় 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইব্রাহিম মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই উপজেলার লতুয়ামোড়া গ্রামের মৃত সমরাজ মিয়ার ছেলে। পুলিশের দাবি, ইব্রাহিম তার সহযেগীদের ছোঁড়া গুলিতেই নিহত হয়েছেন। পুলিশ জানায়, রাতে কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল লতুয়ামোড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ইব্রাহিমের স্ত্রী রেনুয়ারা বেগমকে আটক করে।
পরে রেনুয়ারাকে নিয়ে থানায় আসার পথে চন্ডিদ্বার গ্রামের একটি সড়কে ইব্রাহিম তার সহযোগীদের নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এসময় ইব্রাহিম ধারালো দা দিয়ে এসআই রফিকুলের মাথায় কোপ দেন। একপর্যায়ে ইব্রাহিম ও তার সহযোগীরা আটক রেনুয়ারাকে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড কার্তুজ, তিনটি রামদা ও একটি দা উদ্ধার করা হয়েছে। কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, ইব্রাহিম তার সহযেগীদের গুলিতেই নিহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশ লতুয়ামোড়া গ্রামে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে।
No comments