জাতিসংঘে উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা
উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে সংস্থাটি। খবর বিবিসির। সোমবার জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, উত্তেজনা সৃষ্টি করে এমন কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়া আর চালাবে না।
এতে বলা হয়, উত্তর কোরিয়াকে তাদের স্পষ্ট কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে, তারা পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণে আন্তরিক। এর আগে উত্তর কোরিয়া জানায়, তাদের সদ্য উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি বিশেষ ধরনের। এতে বড় ধরনের পারমাণবিক বোমা বহন করা যায়। এ ক্ষেপণাস্ত্রটি ৭০০ কিলোমিটার দূরে পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ২ হাজার কিলোমিটার উচ্চতায় যেতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর জাপানের পশ্চিম সমুদ্রে গিয়ে পড়ে। জাতিসংঘ ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর ছয়বার বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করে রেখেছে।
No comments