শিশু কি কানে কম শুনছে?

প্রতি চারজন শিশুর মধ্যে একজন কানের পর্দার পেছনে পানি জমার কারণে কানে কম শোনে, শিশুর কানে পানি জমাকে গ্লু ইয়ার বলে। বেশিরভাগ সময় এটি সাধারণ সমস্যা, সঠিক চিকিৎসায় সেরে ওঠে। কখনও কখনও শ্রবণশক্তি মারাত্মক হ্রাস পায়, তখন অপারেশনের প্রয়োজন হতে পারে।কখন বুঝবেন শিশু ঠিকমতো শুনছে না-
-সে অমনোযোগী, কিছু বললে উত্তর দেয় না।
- শিশু সব সময় ‘কী’ বলে প্রশ্ন করে।
- কথা বলার সময় সে অন্যের মুখের দিকে তাকিয়ে মুখাভঙ্গি বোঝার চেষ্টা করে।
- সব সময় চিৎকার করে কথা বলে।
- সে কী বলতে চায় তা কেবল বাবা-মা-ই বোঝেন।
- ঠাণ্ডা লাগলে শিশুর অবস্থার আরও অবনতি হয়।
- কথা বলতে না পারলে ক্ষিপ্ত হয়ে যায়।
করণীয়
- সামনে থেকে কথা বলুন যাতে সে আপনার মুখের সব অঙ্গভঙ্গি বুঝতে পারে।
- কথা বলার সময় আশপাশের অতিরিক্ত শব্দ বন্ধ করুন।
- যারা এ শিশুর সঙ্গে কথা বলে তাদের প্রত্যেককে শিশুর এ অবস্থা সম্পর্কে অবহিত করুন।
- পরিষ্কারভাবে কথা বলুন। আপনি যা বলতে চাচ্ছেন শিশু তা বুঝতে পারছে তা নিশ্চিত করুন।
- বাচ্চার এ রকম সমস্যায় একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞকে দেখিয়ে বাচ্চার অ্যাসেসমেন্ট করে নিন।
অধ্যাপক ডা. জাহীর আল-আমিন
নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন
ইমপালস হাসপাতাল, তেঁজগাও, ঢাকা।
মোবাইল- ০১৭১৫০১৬৭২৭

No comments

Powered by Blogger.