পাইলটের ক্ষুধা পাওয়ায় হেলিকপ্টার অবতরণ
সবাই ভেবেছিলেন হেলিকপ্টারটি জরুরি অবতরণ করছে। কোনো বিপদ থেকে রক্ষায় হয়তো পাইলট এমনটি করতে বাধ্য হয়েছেন। তবে ভুল পাল্টাতে বেশি সময় লাগেনি। আসলে পাইলটের ক্ষুধা পাওয়ায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। পাইলট খাবার সংগ্রহ করে ফের আকাশে উড়লেন! অস্ট্রেলিয়ার সিডনিতে বিস্ময়কর এ ঘটনা ঘটেছে শনিবার। ডেইলি মেইল অনলাইন জানায়, সিডনিতে ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁর পাশে একটি হেলিকপ্টার অবতরণ করে। এ দৃশ্য দেখে আশপাশের লোকজন বিস্মিত হন।
দর্শনার্থীরা অবাক হয়ে দেখেন, হেলিকপ্টার থেকে পাইলট স্বাভাবিকভাবে নেমে আসছেন। হেলিকপ্টারের পাখা তখনো ঘুরছে। পাইলট রেস্তোরাঁর দিকে এগিয়ে যান। একটু পরে খাবারের ব্যাগসহ হেলিকপ্টারে ফিরে আসেন। ফের উড্ডয়ন করেন তিনি। দর্শনার্থীরা এ দৃশ্য ফ্রেমবন্দি করেছেন। এমনই এক দর্শনার্থী বলেন, তিনি ভেবেছিলেন হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। পরে দেখেন, খাবার সংগ্রহ করে পাইলট ফের উড্ডয়ন করেন। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে বলা হচ্ছে, হেলিকপ্টার অবতরণ বেআইনি নয়। তবে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। তারা বলছে, জমির মালিকের অনুমতি ও নিরাপত্তা থাকলে হেলিকপ্টার অবতরণ করা যাবে।
No comments