৯ বছর পর লিখিত পরীক্ষার ডাক পেলেন টুটুল!
চাকরিতে আবেদনের নয় বছর পর লিখিত পরীক্ষায় অংশ নেয়ার জন্য চিঠি পেয়েছেন চান্দিনা উপজেলার টুটুল কুমার ঘোষ। যদিও বর্তমানে তার চাকরির বয়সসীমা পেরিয়ে গেছে। চান্দিনা উপজেলার ছয়কোট গ্রামের টুটুল কুমার ঘোষের নামে মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে ইস্যু করা হয়েছে লিখিত পরীক্ষার এ চিঠি। জানা যায়, ছয়কোট গ্রামের বেকার যুবক টুটুল কুমার ঘোষ সরকারি চাকরির জন্য ২০০৮ সালে একটি জাতীয় দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তির সূত্র ধরে মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের বেঞ্চ সহকারী পদে আবেদন করেন। দীর্ঘদিন তিনি ওই পদে চাকরিতে ডাক পাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন।
এরই মধ্যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা শেষ হওয়ায় তিনি বিষয়টি ভুলে যান। কিন্তু রেজিস্ট্রি ডাকযোগে লিখিত পরীক্ষার জন্য তার কাছে সোমবার সকালে একটি চিঠি আসে। নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির চেয়ারম্যান ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আগামী ২৬/০৫/২০১৭ খ্রি. তারিখ শুক্রবার সকাল ১০:৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।’ এ প্রসঙ্গে দুই সন্তানের জনক টুটুল কুমার ঘোষ আক্ষেপ করে বলেন, ‘এটা একটা তামাশা। ব্যাংক ড্রাফট ও অন্যান্য কাগজপত্রসহ আবেদন করেছিলাম বেকারত্ব ঘোচাতে। আমার চাকরির বয়স তো অনেক আগেই চলে গেছে। এখন এটা দিয়ে আমি কী করব? আমি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো করলেও বয়সের কারণে আমাকে চাকরি দেয়ার মতো অবস্থা কি কর্তৃপক্ষের আছে? এটা তো কর্তৃপক্ষের রসিকতা ছাড়া আর কিছুই না।’
No comments