সিসিকে পটিয়ে পেলেন হাজার একর জমি
সাধারণ এক নাগরিকের আবেদনের পরিপ্রেক্ষিতে ১ হাজার একর জমি দান করলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। দেশটির উচ্চ অঞ্চল বলে পরিচিত এলাকায় সফরের সময় অপেক্ষাকৃত গরীব শহর মারাশদেহ এলাকার এক বাসিন্দা প্রেসিডেন্টের কাছে জমি চান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট সিসি তাকে ১ হাজার একর ভূমি দান করেন। মারাশদেহ শহরটি দেশটির কুইনা গভর্নোরেটের অংশ। হাম্মাম নামের ওই ব্যক্তি প্রেসিডেন্টকে বলেন, ৩০ বছর আগে নিজের অবস্থার পরিবর্তনের জন্য মাত্র ৫ একর জমি অধিগ্রহণের আবেদন জানাই। তবে এখনো সেই আবেদনের ফল পাইনি।
তিনি বলেন, ছোট থেকে আমরা যে জমিতে বেড়ে উঠেছি, বড় হয়ে সেই জমি ব্যবহারের কোনো সুযোগ পাইনি। আমরা জমি ব্যবহারের সুযোগ পেলে ভূমির উন্নয়নের পাশাপাশি আমাদেরও উন্নতি নিশ্চিত করা যেতো। হাম্মাম বলেন, 'আমাদের দাবি পূরণ করতে পারেন এমন একজন আজ (সিসি) আমাদের মাঝে আছেন। আশা করি আমাদের আবেদন আজ সাড়া পাবে।' এ কথা শোনার পর তুষ্ট সিসি আর্মড ফোর্সেস ইঞ্জিনিয়ারিং অথোরিটির সভাপতি কামেল আল-ওয়াজিরকে হাম্মামকে ১ হাজার একর ভূমি দানের ব্যবস্থা করার নির্দেশ দেন।
No comments