ফেসবুক লাইভে শরীরে আগুন দিয়ে আত্মহত্যা
ফেসবুক লাইভে নিজ গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন যুক্তরাষ্ট্রের এক সংগীত শিল্পী। স্থানীয় সময় গত শনিবার সকালে জারেড ম্যাকলেমোর (৩০) নামের ওই শিল্পী নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন। পরে হাসপাতালে তিনি মারা যান। টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরের বাসিন্দা ম্যাকলেমোর গায়ক হিসেবে বেশ খ্যাতি পেয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এক পানশালায় গাড়ি পার্কিংয়ে গিয়ে নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন ম্যাকলেমোর। এ অবস্থায় তিনি পানশালায় প্রবেশ করলে আতঙ্কিত হয়ে পড়েন ভেতরে থাকা লোকজন। আবার অনেকে বিষয়টিকে নতুন ধরনের ফান হিসেবে ধরে নিয়েছিলেন। কিম কোহলার নামের এক ব্যান্ড সদস্য জানান, পারফরমেন্সের পর যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আমরা। এমন সময় বারের প্রবেশ দরজায় বাইরে থেকে কেউ জোরে ধাক্কা দিচ্ছিল।
শেষ পর্যন্ত যখন শরীরে আগুন নিয়ে ম্যাকলেমোর বারে প্রবেশ করলেন তখন রীতিমতো আমরা আতঙ্কিত হয়ে পড়ি। ম্যাকলেমোরের এমন কাণ্ডের পেছনে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসার চেষ্টা ছিল বলেই দাবি করেন কোহলার। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটু দূরেই ম্যাকলেমোরের সাবেক প্রেমিকার কর্মস্থল। একসঙ্গে থাকাকালীন তাদের মধ্যে নাকি মোটেও বণিবনা হতো না। পরে বারের ভেতরে থাকা লোকজন ম্যাকলেমোরের আগুন নিভিয়ে তাকে স্থানীয় হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ম্যাকলেমোরের মৃত্যু হয়।
No comments