লম্বা দাড়ি ও বোরকা নিষিদ্ধ চীনের সিনজিয়াংয়ে
সিনজিয়াং
প্রদেশে মুসলিমদের লম্বা দাড়ি রাখা, প্রকাশ্য স্থানে বোরকা পরা নিষিদ্ধ
করে নতুন আইন করেছে চীন। বলা হয়েছে, দেশটির সবচেয়ে পশ্চিমাঞ্চলীয় এ প্রদেশে
ইসলামপন্থি উগ্রবাদীদের বিরুদ্ধে পদক্ষেপের আওতায় এমন আইন করা হয়েছে। তাতে
বলা হয়েছে, অস্বাভাবিক লম্বা দাড়ি রাখা যাবে না। প্রকাশ্য স্থানগুলোতে পরা
যাবে না বোরকা। যারা রাষ্ট্রীয় টেলিভিশন দেখেন না তাদের বিরুদ্ধেও পদক্ষেপ
নেয়ার কথা বলা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে,
সিনজিয়াং হলো উইঘুর সম্প্রদায়ের মুসলিমদের বসবাস। তারা দীর্ঘকাল সেখানে
বৈষম্যের শিকার হচ্ছেন। এ জন্য সাম্প্রতিক বছরগুলোতে সেখানে রক্তাক্ত সংঘাত
হয়েছে। এ জন্য ইসলামপন্থি উগ্রবাদী ও বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করে চীন
সরকার। তবে মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো বলে, এর জন্য দায়ী অধিক হারে
নিষ্পেষণমুলক নীতি। তারা আরো বলছেন, নতুন করে যে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে
তাতে উইঘুর সম্প্রদায়কে আরো বেশি কট্টরপন্থি করে তুলবে। বার্তা সংস্থা
রয়টার্স বলছে, নতুন করে যে নিষেধাজ্ঞা দিয়ে আইন করা হয়েছে তাতে শিশুরা
সরকারি স্কুলগুলোতে ভর্তি হতে পারবে না। এই বিধিনিষেধ অনুমোদন দিয়েছেন
সিনজিয়াংয়ের আইন প্রণেতারা। পরে তা সরকারি ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে। এর
আগেও চীনা কর্তৃপক্ষ এ সম্প্রদায়ের বিরুদ্ধে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে।
এর মধ্যে তাদের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ অন্যতম। উল্লেখ্য,
উইঘুর মুসলিমরা আসলে জাতিগতভাবে তুর্কি মুসলিম। সিনজিয়াংয়ের মোট জনসংখ্যার
শতকরা প্রায় ৪৫ ভাগই তারা।
No comments