গাবতলী থানার ওসির মৃত্যু : দ্বিতীয় স্ত্রী রিমান্ডে
বগুড়ার
গাবতলি মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হাসানের মৃত্যুর ঘটনায়
দ্বিতীয় স্ত্রী (প্রাক্তন) রুমানা আকতার মিতুকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে
পুলিশ। গত বুধবার রাতে তার বিরুদ্ধে ওসি হাসানকে আত্মহত্যায় প্ররোচনার
অভিযোগে থানায় মামলা হলে বৃহস্পতিবার ডিবি পুলিশ তাকেসহ তার পিতাকে পাবনা
থেকে গ্রেফতার করে। শুক্রবার বিকেলে তাকে বগুড়ার একটি আদালতে হাজির করে
জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত ৫ দিনের
রিমান্ড আবেদন মঞ্জুর করেন। তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে পুলিশের
একাধিক সূত্র জানিয়েছে। তবে তার পিতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। এ
ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও গাবতলী মডেল থানার পরিদর্শক (তদন্ত)
নূরুজ্জামান জানান, মিতুকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
হত্যার ঘটনায় তাকে
জিজ্ঞাসাবাদ করা হবে। আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে প্রাক্তন দ্বিতীয়
স্ত্রীর বিরুদ্ধে থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন প্রথম স্ত্রী সুলতানা
রাজিয়া। উল্লেখ্য, গলায় দড়ি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় ওসি হাসানের ঝুলন্ত
লাশ গত বুধবার সকাল ১০টায় থানা চত্বরের সরকারি বাসভবনে পাওয়া যায়। তিনি ওই
বাসায় একাই থাকতেন। তার প্রথম স্ত্রী দুই সন্তান নিয়ে রাজশাহী শহরের নিজ
বাসায় বসবাস করতেন।
No comments