সাভারে চাঁদাবাজিকালে এসআই আটক
সাভারে
সিআইডি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় ট্রাফিক পুলিশের এসআই দুলালসহ
দু'জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে সাভারের বাজার রোড এলাকা থেকে তাদের
আটক করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সাভার বাজার রোডের ব্যবসায়ী
আমিনুর রহমান আজাদের কাছে সিআইডি পুলিশ পরিচয়ে দুলাল ও বারেক নামের দু'জন
পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। তারা সত্যিকার অর্থে সিআইডি পুলিশ কিনা এ
বিষয়ে আমিনুরের মনে সন্দেহ হলে অন্য ব্যবসায়ীদের খবর দেন।
এ সময় দুলাল ও
বারেককে চা পানে ব্যস্ত রাখেন তিনি। এক পর্যায়ে অন্যরা এসে তাদের কাছে
সিআইডি পুলিশের পরিচয়পত্র দেখাতে বলেন। পরিচয়পত্র দেখাতে না পারায় তাদের
দু'জনকে আটক করে সাভার থানা পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ তাদের নিয়ে যায়।
সাভারে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর মো. আবুল হোসেন যুগান্তরকে জানান,
এসআই দুলালকে সাভার থেকে গত ২৯ মার্চ ময়মনসিংহ পুলিশ রেঞ্জে বদলি করা
হয়েছে। ছুটির সময় তিনি শনিবার সকালে প্রতারণার অভিযোগে আটক হয়েছেন। সাভার
থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের
হয়েছে। আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
No comments