মৃত ব্যক্তির জীবিত হওয়ার খবরে আলোড়ন, অবশেষে দাফন
রাজবাড়ী
জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সাহেবপাড়া জিয়েলগাড়ী গ্রামে
এক মৃত ব্যক্তির জীবিত হওয়ার খবরে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে শেষ
পর্যন্ত মৃত্যু নিশ্চিত হওয়ার পর শনিবার বাদ যোহর তার নামাযে জানাযা
অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলার নবাবপুর
ইউনিয়নের সাহেবপাড়া জিয়েলগাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে জহুরুল ইসলাম
(২৭) শুক্রবার রাত ১০টার দিকে বাড়ির পিছনে রাখা পাটকাঠি আনার সময় বাম হাতের
আঙ্গুলে কোনো কিছুর কামড় অনুভব করেন। তিনি চিৎকার করে ঘরে চলে যান। বাড়ির
লোকজন সাপে কেটেছে বলে তাৎক্ষণিকভাবে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন। শনিবার ভোরে গ্রামের মসজিদের মাইকে জহুরুলের জানাজা সকাল ১০টায় হবে
বলে ঘোষণা করা হয়। মৃত জহুরুলকে একনজর দেখতে আসা জনতার মধ্যে একজন লাশের
হাত ধরে জীবিত আছে বলে ঘোষণা করে বসেন। বাড়ির লোকজন তখন ওঝা কবিরাজদের
সংবাদ দিতে ব্যস্ত হয়ে পড়ে। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে
নারী-পুরুষ ওই বাড়ীতে ভিড় জমায়। তাকে দেখতে আসা এলাকার পল্লী চিকিৎসক ও
এলাকার অনেকেই লাশের হাত ধরলে জীবিত মানুষের রক্ত চলাচল অনুভব করা যায় বলে
জানায়। কিন্তু পরে নিশ্চিত হওয়া যায়, তার মৃত্যু হয়েছে। অবশেষে বাদ যোহর
তার নামাযে জানাযা শেষে দাফন করা হয়েছে।
No comments