মুন্সীগঞ্জে আ’লীগ কর্মী হত্যার প্রতিবাদে থানা ঘেরাও
মুন্সীগঞ্জের
শ্রীনগরে আওয়ামী লীগ কর্মী আলেক হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৮ জনের
বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে
বিক্ষোভ মিছিল এবং থানা ঘেরাও করেছে এলাকার শত শত নারী-পুরুষ। শনিবার সকাল
৯টায় উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের সেলামতি গ্রামের ৪/৫ শতাধিক নারী-পুরুষ এ
নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা মিছিল করে ৩
কিলোমিটার পায়ে হেটে শ্রীনগর এসে আলেক হত্যাকারীদের ফাঁসির দাবিতে থানা
ঘেরাও করে। এ সময় শ্রীনগর থানার ওসি (তদন্ত) কাজী শরিফুল ইসলাম আসামিদের
দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা থানা থেকে
চলে যায়। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সেলামতি বাজার থেকে বাড়ি
ফেরার পথে চেয়ারম্যান বাড়ি সংলগ্ন কাঠের পুল এলাকায় সন্ত্রাসীরা আলেক
বেপারীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে
এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ সময় মুমূর্ষু অবস্থায় তাকে
উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্যে ধানমন্ডি
জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায়
তার মৃত্যৃ হয়। এ ঘটনায় গত শুক্রবার রাতে নিহত আলেক বেপারীর স্ত্রী ইয়াছমীন
বেগম বাদি হয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা এমএ কাইয়ুম রতন
মিয়াকে হুকুমের আসামি করে ৮ জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি হত্যা মামলা
দায়ের করেন। অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) সাইফুল ইসলাম বলেন,
মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
No comments