লক্ষ্মীপুরে আ’লীগ নেতা খুনের ঘটনায় ৪জন আটক
লক্ষ্মীপুর
সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের
সদস্য ওমর ফারুককে কুপিয়ে হত্যার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার
ভোরে তাদের আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। এর আগে গতকাল
শুক্রবার রাত ১১টার দিকে স্থানীয় পাটোয়ারীর হাট বাজার থেকে বাড়ি ফেরার পথে
দুর্বৃত্তরা ওমর ফারুককে কুপিয়ে জখম করে। এরপর রাত ২টার দিকে নোয়াখালী সদর
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওমর ফারুক লক্ষ্মীপুর
সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসেন ওমর ফারুকের মৃত্যুর
বিষয়টি নিশ্চিত করে বলেন, বাজার থেকে রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে
কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার
করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার
জন্য তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়
তার মৃত্যু হয় বলে জানান তিনি। নিহতের বড় বোন রহিমা বেগম বলেন, পূর্ব
শত্রুতার জের ধরে আমার ভাই ওমর ফারুককে রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে
সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। ভাই মৃত্যুর আগে হত্যাকান্ডের সঙ্গে জড়িত
সেলিম, ইউছুফ ও সজিবসহ অনেকের নাম বলে গেছেন। হত্যাকারীদের গ্রেফতার করে
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা মো: আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায়
জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
No comments