মিসরে ৩৫০০ বছরের পুরনো সমাধিতে ভাস্কর্য
মিসরের লুক্সর শহরে সাড়ে ৩ হাজার বছরের পুরনো একটি সমাধিক্ষেত্র থেকে প্রাচীন কিছু প্রততাত্ত্বিক নিদর্শন আবিষ্কার করেছেন প্রততত্ত্ব গবেষকেরা। এর মধ্যে রয়েছে কয়েকটি মমি, ১০টি কাঠ দিয়ে মোড়ানো ভাস্কর্য এবং ১ হাজারেরও বেশি মূর্তি। খবর আল জাজিরা ও দ্য গার্ডিয়ানের। মিসরের প্রতœতত্ত্ব মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, বিখ্যাত প্রতœতাত্ত্বিক স্থান ভ্যালি অব কিংসের (রাজাদের উপত্যকা) পাশে দ্রা আবুল নাগায় আবিষ্কৃত প্রাচীন মিসরের ১৮তম রাজবংশের সমাধিটি সেই সময়ের খ্যাতনামা ব্যক্তি উসেরহাটের। তিনি ছিলেন একজন বিচারক।
প্রততাত্ত্বিক মিশনের প্রধান মোস্তফা ওয়াজিরি বলেন, ‘সেখানে ১০টি কফিন এবং আটটি মমি আছে। খননকাজ চলছে।’ বর্তমানে সমাধিটির ভেতরে কাজ করে যাচ্ছেন গবেষকরা। তারা জানান, প্রত্যেকটি কফিন খুব ভালোভবে সুরক্ষিত। কয়েকটি ক্ষতিগ্রস্ত হলেও বছরের পর বছর ধরে এগুলো টিকে আছে। সমাধির ভেতরে সাদা, কমলা এবং সবুজ রঙের পাত্রও পাওয়া গেছে।
No comments