কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রে ৩ শ্বেতাঙ্গ নিহত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে এক কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে তিন শ্বেতাঙ্গ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার ফ্রেনসো শহরের ক্যাথলিক চ্যারিটিজর সদর দফতরের সামনে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন শহরটির পুলিশপ্রধান জেফরি ডায়ার। খবর বিবিসির। বন্দুকধারীর নাম কোরি আলি মুহাম্মদ বলে জানিয়েছে পুলিশ। তিনি আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান। ফ্রেনসো শহরের পুলিশপ্রধান জন ডায়ার জানান, কোরি মাত্র ৯০ সেকেন্ডে ১৬টি গুলি ছোড়েন। গ্রেফতারের পর ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিলেন তিনি।
তবে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলে মনে করছেন ডায়ার। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করতে গিয়ে ডায়ার বলেন, কোরি কৃষ্ণবর্ণের। তার গুলিতে হতাহত চারজনই শ্বেতাঙ্গ। এছাড়া কোরি শ্বেতাঙ্গদের ঘৃণা করেন, এমন ইঙ্গিতও পাওয়া গেছে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে। এ বিদ্বেষ থেকেই তিন শ্বেতাঙ্গকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডায়ার আরও বলেন, ‘সে যতজনকে সম্ভব খুন করতে চেয়েছিল এবং সে ওই চিন্তা করেই এসেছিল।’ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, তারা বড় একটি বন্দুক হাতে এক ব্যক্তিকে দেখতে পান। গুলি করার মাঝে বন্দুকধারী কয়েকবার গুলি ভরে নিয়েছিলেন। তিনি প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানির একটি গাড়ির দিকে গুলি করেন। পুলিশ জানায়, গত সপ্তাহেও ফ্রেনসো শহরে একটি মোটেলের নিরাপত্তারক্ষীকে খুন করতে চেয়েছিলেন কোরি। কিন্তু পুলিশের তাড়া খেয়ে সেবার পালিয়ে গিয়েছিলেন তিনি। কোরির বাবা লস এঞ্জেলেস টাইসমকে বলেন, তার ছেলে মনে করতেন, কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের মধ্যে চলমান লড়াইয়ে তিনি একজন যোদ্ধা।
No comments