কোহিনূর পাকিস্তানে ফেরানোর দাবি
ব্রিটেন
থেকে কোহিনূর হিরা ফিরিয়ে আনা হোক পাকিস্তানে। এই দাবিতে এবার পিটিশন
পেশ করা হয়েছে লাহোর হাইকোর্টে। জাভেদ ইকবাল জাফরি নামে এক আইনজীবী তার
পিটিশনে কোহিনূর ব্রিটিশ সরকারের কাছ থেকে পাকিস্তানে ফিরিয়ে আনার জন্য
ফেডেরাল সরকারকে নির্দেশ দিতে আর্জি জানিয়েছেন। মহারাজা রঞ্জিত সিংহের নাতি
দলীপ সিংহের কাছ থেকে কোহিনূর ছিনিয়ে নিয়ে গিয়েছে ব্রিটেন, এমনই দাবি
তার। পিটিশনে জাভেদ বলেছেন, ১৯৫৩ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে
আরোহনের সময় তার মুকুটে জুড়ে দেয়া হয় কোহিনূর। কিন্তু ১০৫ ক্যারেট
ওজনের, কয়েক শ কোটি টাকা দামের ওই হিরের ওপর কোনো অধিকার নেই রানির।
কোহিনূর পাঞ্জাব প্রদেশের সাংস্কৃতিক উত্তরাধিকার। পাঞ্জাবের মানুষই এর
প্রকৃত মালিক।
ঘটনাচক্রে ভারতও
দীর্ঘদিন ধরে কোহিনূর ফেরানোর দাবি জানিয়ে আসছে। একাধিক মোগল শাসক ও
মহারাজাদের হেফাজতে থাকা এই অমূল্য রত্নটিকে ব্রিটিশ শাসকরা অন্যায়ভাবে
কেড়ে নিয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। কোহিনূরের পাশাপাশি সাম্রাজ্যবাদী
শাসনের সময় লুঠ করে নিয়ে যাওয়া বাকি ধন-সম্পত্তিও ব্রিটেনের কাছে ফেরত
চেয়েছে ভারত। ১৯৯৭ সালে রানি ভারতের স্বাধীনতা প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে
যখন এ দেশ সফরে এসেছিলেন, তখন নানা মহল থেকে কোহিনূর ফেরানোর দাবি
উঠেছিল। এমনকী গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিটেন সফরের
প্রাক্কালে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ এমপি কিথ ভাজও কোহিনূর ভারতের হাতে
ফেরত দেয়ার দাবি জানিয়েছেন।
No comments