'উগ্র ইসলামপন্থীদের' চেয়ে শ্বেতাঙ্গ বর্ণবাদীরা অনেক বড় হুমকি
যুক্তরাষ্ট্রের
নিরাপত্তার জন্য 'উগ্র ইসলামপন্থীদের' চেয়ে শ্বেতাঙ্গ বর্ণবাদীরা অনেক বড়
হুমকি বলে এক গবেষণায় দেখা গেছে। প্যারিস ঘটনার পর যুক্তরাষ্ট্রজুড়ে
ইসলামভীতি ব্যাপকভাবে বেড়ে গেলেও গবেষণা দেখা গেছে, দেশটিতে দুই-তৃতীয়াংশ
সন্ত্রাসী হামলা চালাচ্ছে 'ডানপন্থী হামলাকারীরা'।
গবেষণাটি চালান নিউ আমেরিকা ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম এসোসিয়েন ডেভিড স্টারম্যান। তিনি ভক্সকে বলেন, সাধারণভাবে বলা হয়ে থাকে, যুক্তরাষ্ট্রের মাটিতে বিদেশীরা হামলা চালাচ্ছে। কিন্তু নাইন ইলেভেনের পরের হামলাগুলো পরীক্ষা করে দেখা গেছে, এসবের ৮০ ভাগ ঘটিয়েছে মার্কিন নাগরিকেরা।
গবেষণাটি চালান নিউ আমেরিকা ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম এসোসিয়েন ডেভিড স্টারম্যান। তিনি ভক্সকে বলেন, সাধারণভাবে বলা হয়ে থাকে, যুক্তরাষ্ট্রের মাটিতে বিদেশীরা হামলা চালাচ্ছে। কিন্তু নাইন ইলেভেনের পরের হামলাগুলো পরীক্ষা করে দেখা গেছে, এসবের ৮০ ভাগ ঘটিয়েছে মার্কিন নাগরিকেরা।
চলচ্চিত্র
নির্মাতা ও লেখক মাইেকল মুরও একই কথা বলেছেন। তিনি কলোরাডোর এবরশন
ক্লিনিকে হামলার ঘটনা উল্লেখ করে বলেন, এগুলো চালাচ্ছে বর্ণবাদী
শ্বেতাঙ্গরা।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন
No comments