বিহার বিধানসভার ৪র্থ দফা ভোটগ্রহণ

ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার রাজ্যের ৫৫টি আসনে ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশন সূত্রে খবর, ৫৭ শতাংশের বেশি ভোট পড়েছে চতুর্থ দফার নির্বাচনে। রোববার সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন চোখে পড়ে। বিশেষ করে গোপালগঞ্জ এবং মুজফ্?ফরপুরে সকাল থেকেই বুথে বুথে ভোটারদের দীর্ঘ লাইন। এমনিতে কোনো সহিংসতার খবর না পাওয়া গেলেও শিউহরে ভোটার এবং পুলিশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। পুলিশের বিরুদ্ধে লাঠিচাজের্র অভিযোগ তুলেছেন ভোটাররা। এদিন সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলে বিকাল ৫টা পর্যন্ত। তবে ৪টি কেন্দ্রে ভোট শেষ হয় বেলা ৩টায়। আর ৮টি কেন্দ্রে তা শেষ হয় বিকাল ৪টায়।
বাকি ৪৩টি কেন্দ্রে অবশ্য ৫টা পর্যন্তই ভোট হয়। এদিন ভোট হয় পশ্চিম চম্পারন, পূর্ব চম্পারন, শিউহর, সীতামঢ়ী, মুজফ্?ফরপুর, গোপালগঞ্জ এবং সিওয়ান জেলায়। এ নির্বাচনে ভাগ্য নির্ধারণ হবে ৭৭৬ জন প্রার্থীর। ভোট চলছে ১৪ হাজার ১৩৯টি বুথে। এর মধ্যে ৪ হাজার ২৪৬টি বুথকে অতি স্পর্শকাতর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়া ৩ হাজার ৪৩টি বুথ মাওবাদী প্রভাবিত এলাকার মধ্যে পড়েছে। ভোট যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য মোতায়েন করা হয় ১ হাজার ১৬৩ কোম্পানি আধা-সামরিক বাহিনী। নজরদারি চালানোর জন্য থাকে পাঁচটি হেলিকপ্টার ও ড্রোন। কিছু কিছু কেন্দ্রে মোটরবোটেও নজরদারি চালানোর ব্যবস্থা রাখে নির্বাচন কমিশন। ২০১০ সালের নির্বাচনে এই ৫৫টি ?আসনের মধ্যে ২৬টি জিতেছিল বিজেপি। ২৪টি জেডিইউ এবং আরজেডি ২টি আসনে জয়ী হয়।

No comments

Powered by Blogger.