মুসলিমদের গরুর গোশত ছাড়তেই হবে : বিজেপি এমপি
ভারতের
ক্ষমতাসীন বিজেপির বিতর্কিত সংসদ সদস্য সাক্ষী মহারাজও গরুর গোশত প্রসঙ্গে
দেশটির হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন। শনিবার গো-মাংস
প্রসঙ্গে সাক্ষী মহারাজ বলেন, “খাট্টারের বক্তব্যে ভুল কী রয়েছে?”
হরিয়ানার মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই দেশের মুসলিমদের উদ্দেশ করে বলেন, “মুসলিমরা এ দেশে থাকতেই পারে, কিন্তু তাদের গো-মাংস খাওয়া ছাড়তে হবে।”
সাক্ষী মহারাজ এদিন জম্মু ও কাশ্মীরের বিজেপি বিধায়কের পাশেও দাঁড়ান। নির্দল বিধায়ক শেখ আবদুল একটি পার্টিতে গো-মাংসের আয়োজন করায় তাকে বিধানসভার ভিতরেই বেধড়ক পেটান বিজেপি বিধায়ক। সেই কীর্তিকে সমর্থন করে সাক্ষী মহারাজ আজ বলেন, “এটাই তো স্বাভাবিক প্রতিক্রিয়া।”
শনিবার ভুবনেশ্বরে হিন্দু মহাসংঘের আয়োজনে এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিত্বদের মাথায় রাখতে হবে প্রকাশ্যে কারও ধর্মীয় ভাবাবেগে যেন আঘাত না লাগে।”
হরিয়ানার মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই দেশের মুসলিমদের উদ্দেশ করে বলেন, “মুসলিমরা এ দেশে থাকতেই পারে, কিন্তু তাদের গো-মাংস খাওয়া ছাড়তে হবে।”
সাক্ষী মহারাজ এদিন জম্মু ও কাশ্মীরের বিজেপি বিধায়কের পাশেও দাঁড়ান। নির্দল বিধায়ক শেখ আবদুল একটি পার্টিতে গো-মাংসের আয়োজন করায় তাকে বিধানসভার ভিতরেই বেধড়ক পেটান বিজেপি বিধায়ক। সেই কীর্তিকে সমর্থন করে সাক্ষী মহারাজ আজ বলেন, “এটাই তো স্বাভাবিক প্রতিক্রিয়া।”
শনিবার ভুবনেশ্বরে হিন্দু মহাসংঘের আয়োজনে এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিত্বদের মাথায় রাখতে হবে প্রকাশ্যে কারও ধর্মীয় ভাবাবেগে যেন আঘাত না লাগে।”
No comments