তুমি আমার সন্তানের মতো আমাদের কাজ করতে দাও
ঢাকা
দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকনকে
‘সন্তানতুল্য’ আখ্যায়িত করে নির্বিঘ্নে প্রচারণা চালানোর সুযোগ দেয়ার
আহ্বান জানিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী
আফরোজা আব্বাস। খোকনের চাচি সম্বোধনের জবাবে তিনি বলেন, তুমি আমার সন্তানের
মতো। তুমি তোমার মতো কাজ করো। আমাদের আমাদের মতো কাজ করতে দাও। গতকাল
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় প্রচারণা চালানোকালে সাংবাদিকদের তিনি এসব কথা
বলেন। নির্বাচনী প্রচারণাকালে বাধা দেয়ার অভিযোগ করে আব্বাসপত্নী বলেন, সব
সময় সাদা পোশাকের লোকজন আমাদের পাশে ঘোরাঘুরি করে। লোকজনকে ডেকে নিয়ে হুমকি
দেয়া হচ্ছে। পোস্টার লাগাতে গেলে হয়রানি করা হয়। পোস্টার লাগানোর পরে তা
ছিঁড়ে ফেলা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা
বসানোর দাবি জানিয়ে তিনি বলেন, সরকার বলেছে- তারা সুষ্ঠু নির্বাচন চায়,
আমরাও তা-ই চাই। কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হোক-মানুষ দেখুক
কেমন নির্বাচন হচ্ছে। এ সময় দেয়ালে পোস্টার লাগিয়ে সাঈদ খোকন নির্বাচনী
আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেন আফরোজা আব্বাস। মির্জা আব্বাসের
জনপ্রিয়তায় সরকার ভীত মন্তব্য করে তিনি বলেন, এজন্য সরকার তাকে জামিন
দিচ্ছে না। আমার প্রচারণায়ই জনগণের ব্যাপক সাড়া। তিনি থাকলে কেমন হতো
বুঝতেই পারছেন। আগামী দু-তিন দিনের মধ্যে মির্জা আব্বাসের নির্বাচনী
ইশতেহার ঘোষণা করা হবে বলে জানান তার স্ত্রী। তিনি বলেন, আমাদের হয়রানি
করার জন্য নানাভাবে নানা ছুতোয় প্রশাসনের মাধ্যমে চাপ দেয়া হচ্ছে।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য আমাদের সমানভাবে প্রচারণা
চালানোর ও গণসংযোগের সুযোগ দিতে হবে। আমাদের প্রার্থীদের বিরুদ্ধে নানা
অজুহাতে করা মামলা প্রত্যাহার করতে হবে। কিংবা মামলায় জামিন দিতে হবে।
প্রার্থীকে নির্বাচনী মাঠে আসার সুযোগ না দিলে লেভেল প্লেয়িং ফিল্ড হবে কি
করে? এর আগে সকালে সায়েদাবাদের ৪৮নং ওয়ার্ড এলাকার আর কে চৌধুরী ডিগ্রি
কলেজসংলগ্ন রোড থেকে মির্জা আব্বাসের পক্ষে নবম দিনের মতো গণসংযোগ শুরু
করেন আফরোজা আব্বাস। এরপর ব্রাহ্মণচিরণ সায়েদাবাদ, উত্তর যাত্রাবাড়ী,
মীরহাজীরবাগসহ বেশ কিছু এলাকায় গণসংযোগ করেন। এ সময় আফরোজা আব্বাসের সঙ্গে
ছিলেন মির্জা আব্বাসের ছোটবোন সাঈদা মির্জা পাসু, স্বেচ্ছাসেবক দলের
সহসভাপতি সাইফুল ইসলাম পটু, ৪৮নং ওয়ার্ড কমিশনার প্রার্থী আতিক উল্লাহ
আতিকের স্ত্রী নূজহাত আরা, ৫০নং ওয়ার্ড কমিশনার প্রার্থী রায়সুল হাসান হবি,
মহিলা কমিশনার প্রার্থী রাশিদা বেগম হীরা, অধ্যক্ষ মাহবুব আলম প্রমুখ
উপস্থিত ছিলেন। এদিকে গতকাল দুপুরে শান্তিনগর বাজার রোড, পীরসাহেব গলি,
বেইলি রোডসহ বিভিন্ন এলাকায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে লিফলেট
বিতরণ ও গণসংযোগ করা হয়। ওদিকে মাওলানা নজরুল ইসলামের নেতৃত্বে জাতীয়তাবাদী
ওলামা দল রাজধানীর লালবাগ, চকবাজারে মির্জা আব্বাসের পক্ষে গণসংযোগ করেন।
এদিকে আজ সকাল ৯টায় কামরাঙ্গীরচর ৫৫নং ওয়ার্ড, ঝাউলাহাটি, খোলমুড়া,
ইসলামনগর, আলীনগর, আশ্রাবাবাদ, নূরবাগ, মুসলিমবাগ, ব্যাটারিঘাট, খলিফাঘাট
হয়ে হাক্কুল এবাদ সেতু এলাকায় গণসংযোগ করবেন আফরোজা আব্বাস।
এদিকে মির্জা আব্বাসের পক্ষে পুরান ঢাকায় প্রচারণা চালিয়েছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের নেতৃত্বে সাদেক আহমদ খান, মিজানুর রহমান খান, কর্নেল (অব.) মনীষ দেওয়ান, মেজর (অব.) আসাদুজ্জামান, সানোয়ার হোসেন, শহীদুল ইসলাম চৌধুরী মিলন, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, আবদুর রাজ্জাক রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে মির্জা আব্বাসের পক্ষে পুরান ঢাকায় প্রচারণা চালিয়েছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের নেতৃত্বে সাদেক আহমদ খান, মিজানুর রহমান খান, কর্নেল (অব.) মনীষ দেওয়ান, মেজর (অব.) আসাদুজ্জামান, সানোয়ার হোসেন, শহীদুল ইসলাম চৌধুরী মিলন, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, আবদুর রাজ্জাক রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments