ভয়ভীতি দেখিয়ে লাভ নেই, নগরবাসী জেগেছে
ঢাকা
দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে বিরামহীন
নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। মামলার কারণে
মির্জা আব্বাস প্রচারণা মাঠে নামতে না পারলেও সবকিছুই সামলে নিচ্ছেন তার
সহধর্মিণী। স্বামীর হয়ে গতকাল সকালে নগরবাসীর প্রতি নির্বাচনী ইশতেহারও
ঘোষণা করেছেন তিনি। গণসংযোগের ১৪তম দিনে গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়
এলাকায় প্রচারণা চালিয়েছেন আফরোজা আব্বাস। এ সময় তার সঙ্গে ১৫-২০ জন
নেতাকর্মী উপস্থিত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি আবাসিক এলাকায় এ
প্রচারণা চালান। এরপর শহীদ মিনার এলাকায়ও লিফলেট বিতরণ করেন তিনি। পরে
বিকালে বাসাবো, কদমতলা এলাকায় নির্বাচনী গণসংযোগে যান মির্জা আব্বাস। তিনি
হিন্দু সমপ্রদায়ের ভোটারসহ বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে মতবিনিময় করেন ও
তাদের কাছে মির্জা আব্বাসের জন্য মগ মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময়
আফরোজা আব্বাসের সঙ্গে ছিলেন রমেশ দত্ত, উত্তম সরকার, পবন দাস, যদু দাস,
নিত্তন দাস প্রমুখ। আফরোজা আব্বাসকে কাছে পেয়ে হিন্দু সমপ্রদায়ের ভোটার ও
সর্বস্তরের মানুষ তাদের কাছে যাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। আফরোজা আব্বাস
সেখানে তাদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন। এর আগে সকালে
জাতীয় প্রেস ক্লাবে ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আফরোজা
আব্বাস। এ সময় তিনি বলেন, মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী গণসংযোগকালে
প্রতিদিন আমাদেরকে হয়রানি করা হচ্ছে। নানাভাবে বাধা দেয়া হচ্ছে। বারবার
এব্যাপারে নগরবাসীকে জানাচ্ছি মিডিয়ার মাধ্যমে। প্রশাসনকে জানাচ্ছি অভিযোগ
আকারে। তিনি বলেন, নগরবাসী জেগেছে দুঃশাসনের বিরুদ্ধে, ভোট দেয়ার জন্য
ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। প্রশাসন বা সরকারের কাছে দাবি জানাচ্ছি, লেভেল
প্লেয়িং ফিল্ড তৈরি করে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা
করুন নইলে নগরবাসী সমুচিত জবাব দেবে। আফরোজা আব্বাস বলেন, কেউ কেউ বলছেন
আমি আরও জোরালোভাবে কেন প্রতিবাদ করছি না। কিন্তু জোরালোভাবে প্রতিবাদ মানে
কি আমি তাদের সঙ্গে ঝগড়া করব? মারমুখী আচরণ করব? এটা কি তারা আমাদের কাছ
থেকে প্রত্যাশা করে? আমরা তো প্রতিবাদ করছি গণতন্ত্রের ভাষায়। প্রতিবাদ
করার নামে আমরা মারমুখী হতে পারব না। আফরোজা আব্বাস বলেন, আমি মির্জা
আব্বাসের স্ত্রী এবং ঢাকার বউ। ঢাকাবাসীর কাছে মির্জা আব্বাসের জন্য ভোট
চাই, দোয়া চাই। ঢাকার বউ হিসেবে অবশ্যই আমি নগরবাসীর কাছে থেকে সম্মান
পাচ্ছি, দোয়া পাচ্ছি। আমি নগরবাসীর কাছে কৃতজ্ঞ। এক প্রশ্নের জবাবে তিনি
বলেন, আমি আশা করি ২৮শে এপ্রিল নগরবাসী নিজ থেকেই দায়িত্ব পালন করবে। ভোট
কেন্দ্র পাহারা দেবে দেশপ্রেমিক নাগরিক হিসেবে। ভোটকেন্দ্রে ভোটারদের যেতে
দেয়া হবে না, কারচুপি হবে এই হুমকি দিয়ে নগরবাসীকে ভোট দেয়া থেকে বিরত রাখা
যাবে না। তিনি বলেন, মির্জা আব্বাস ঢাকার সন্তান। মেয়র ও মন্ত্রী থাকা
অবস্থায় তিনি নগরের উন্নয়নে, নগরবাসীর কল্যাণে অনেক কাজ করেছেন। তার সততা,
দক্ষতা ও অভিজ্ঞতা সম্পর্কে নগরবাসী জানে। এদিকে মির্জা আব্বাসের পক্ষে
মতিঝিল দিলকুশা এলাকায় গণসংযোগ করেছে শ্রমিক দল নেতারা। শ্রমিক দলের ঢাকা
মহানগর কমিটির সভাপতি কাজী আমির খসরুর নেতৃত্বে মহানগর নেতাকর্মীরা দুপুরে
রাজউক ভবন এলাকা এনেক্স ভবন, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংকসহ
বেশকিছু সরকারি ও বেসরকারি কার্যালয়ে মির্জা আব্বাসের মগ প্রতীকে ভোট চেয়ে
গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ
থেকে সভাপতি তৈমূর আলম খন্দকার ও খন্দকার আবু জাফর রাজধানীর বেইলী রোড,
ভিকারুননেসা নূন স্কুল, সিদ্ধেশ্বরী আবাসিক এলাকা ও মৌচাক মার্কেটে গণসংযোগ
ও লিফলেট বিতরণ করেন। এদিকে আজ মঙ্গলবার সকাল ৯টায় ২৭ নম্বর ওয়ার্ডের
লালবাগ, নাজিম উদ্দিন রোড, মোর্শেদ কমিশনারের বাসা থেকে গণসংযোগ শুরু করবেন
আফরোজা আব্বাস। পরে তিনি ২৮ নম্বর ওয়ার্ডের ঢাকা বোর্ড অফিস, বকশীবাজার,
৩১ নম্বর ওয়ার্ডের নাগরিক সমাবেশ, জাতীয় জাদুঘর, ৩২ নম্বর ওয়ার্ডের
বেগমবাজার মোড়, ৩৩ নম্বর তারা মসজিদ ও ৩৬ নম্বর ওয়ার্ডের তাঁতীবাজার মোড়
এলাকায় গণসংযোগ করবেন। এদিকে ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত আদর্শ ঢাকা
আন্দোলনের মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে গণসংযোগ করবেন বাংলাদেশে
সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা। সকাল সাড়ে ৯টায় দোলাইপাড় গীত সংগীত
সিনেমা হল ও যাত্রাবাড়ী এলাকায় তারা গণসংযোগ করবেন।
No comments