মিয়ানমারে নারীর মাথায় ছাতা ধরা অপমানজনক!
মিয়ানমারে নারীর মাথায় ছাতা ধরা পুরুষের জন্য অপমানজনক! সংস্কৃতির এমন রহস্যই উদঘাটিত হয়েছে দেশটির ডেপুটি মন্ত্রী সু সু হিয়াংয়ের অদৃশ্য ছাতায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে। দেশটির তথ্য মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে প্রকাশিত ছবিতে মন্ত্রীর মাথায় ছাতা না থাকলেও মাটিতে ছাতার ছায়া লক্ষ্য করা গেছে। শুক্রবার বিবিসি জানায়, মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় কাউথাউং সফর করছিলেন মন্ত্রী। রুটিনমাফিক তার ছবি আপলোড করা হয়েছিল তথ্য মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে। ছবিটি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে দেখা গেছে, হিয়াংয়ের পায়ের নিচে একটি ছাতার ছায়া।
মন্ত্রীর সঙ্গের লোকটির হাত ছাতা ধরার মতো উঠানো। বোঝা গেছে, ছবিটি ফটোশপে এডিট করে হাতে ধরা ছাতাটি কেটে ফেলা হয়েছে। কিন্তু যিনি এডিট করেছেন, তিনি ছায়ার ব্যাপারটি খেয়াল করতে পারেননি। এ নিয়ে ফেসবুক ব্যবহারকারীরা নানা কটাক্ষ ও কৌতুককর মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘মন্ত্রণালয় ধোঁকা দিতে চেয়েছে কিন্তু চুরি করায় তারা দক্ষ না।’ আরেকজনের মন্তব্য, ‘আমি একটি জাদুর ছাতা কিনতে চাই, যাতে আমি অদৃশ্য থাকতে পারি।’ এখন প্রশ্ন হচ্ছে, কেন এ ছবিটি এডিট করে প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে বিবিসির বার্মা প্রতিনিধি কো কো অং বলেছেন, ‘মিয়ানমারের সংস্কৃতি অনুযায়ী, নারীর মাথায় ছাতা ধরা পুরুষের জন্য অপমানজনক!’ তবে আসল কারণ জানতে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি।
No comments