পাকিস্তানের সমুদ্রসীমা বাড়ল ৫০ হাজার বর্গকিমি.
পাকিস্তানের সমুদ্রসীমার আয়তন বেড়েছে ৫০ হাজার বর্গকিলোমিটার এলাকা। সমুদ্রসীমা ইসলামাবাদের এমন দাবির পক্ষেই বৃহস্পতিবার রায় দিয়েছে জাতিসংঘ। শনিবার ডন এ খবর প্রকাশ করেছে। পাকিস্তান নৌবাহিনীর মিডিয়া অধিদফতর থেকে জানায়, ১৯ মার্চ জাতিসংঘের মহীসোপান সীমা নির্ধারণী পরিষদ (ইউএনসিএলসিএস) বিষয়টি নিয়ে তাদের পর্যালোচনা শেষ করেছে। পাকিস্তানের মহীসোপান সীমা বৃদ্ধির দাবিটি আমলে নিয়েছে। ফলে পাকিস্তানের সমুদ্রসীমা ২০০ নটিক্যাল বেড়ে ৩৫০ নটিক্যাল মাইল হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেন, ‘জাতিসংঘের অনুমোদন অনুযায়ী পাকিস্তানের বর্তমান দুই লাখ ৪০ হাজার বর্গকিলোমিটার সমুদ্রসীমার সঙ্গে আরও ৫০ হাজার বর্গকিলোমিটার যোগ হয়েছে।
নতুন যোগ হওয়া অঞ্চলের সব প্রাকৃতিক সম্পদ এখন থেকে পাকিস্তানের।’ তিনি আরও বলেন, জাতিসংঘের এ রায় পাকিস্তানের আর্থ-সামাজিক উন্নয়ন বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখবে। এছাড়া পাকিস্তানের এ অর্জনে ওমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন সারতাজ। পাকিস্তানের পক্ষ থেকে জাতিসংঘের রায়কে সাধুবাদ জানিয়ে বলা হয়েছে, ‘এটা পাকিস্তানের জন্য একটি বিশেষ অর্জন এবং দেশটির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত।’ ৫৭ ভারতীয় মাছ ধরার নৌকা খালাস : পাকিস্তান কর্তৃপক্ষ শনিবার শুভেচ্ছার মনোভাব হিসেবে ভারতের ৫৭টি মাছ ধরার নৌকা ছেড়ে দিয়েছে। নৌকাগুলোকে পাকিস্তান প্রায় এক বছর ধরে আটকে রেখেছিল। চলতি মাসে ভারতের শীর্ষ কূটনীতিকের পাকিস্তান সফরের পর এ পদক্ষেপ নেয়া হয়।
No comments