প্রেমে ব্যর্থ, তাই বিমান ধ্বংস?
ফরাসি
আল্পস পর্বতমালায় ১৫০ আরোহী নিয়ে জার্মানউইংসের বিমান বিধ্বস্ত হবার পেছনে
দায়ী ভাবা হচ্ছে বিমানটির কো-পাইলট আন্দ্রেঁ লুবিটজকে। তবে তিনি ঠিক কী
কারণে ইচ্ছা করে বিমান ধ্বংস করেছেন, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
প্রাথমিকভাবে তার অসুস্থতা, বিশেষ করে বিষণœতাকে দায়ী করা হলেও, সম্প্রতি
মিলেছে নতুন তথ্য। ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে,
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করতে চেয়েছিলেন লুবিটজ। তবে তাতে ব্যর্থ হয়ে
বিমানটিই ধ্বংস করে দেন তিনি! এ প্রেমিকার নাম ক্যাথরিন গোল্ডবাচ, যিনি
পেশায় শিক্ষিকা। দীর্ঘদিন ধরে প্রেমের পর তাকে বিয়ে করতে চেয়েছিলেন লুবিটজ।
তবে তার ক্রমবর্ধমান স্বেচ্ছাচারী আচরণের কারণে ক্রমেই স¤পর্ক নিয়ে ভয়ে
ভুগছিলেন ক্যাথরিন। বিমানটি বিধ্বস্ত হবার কয়েক সপ্তাহ আগে লুবিটজের সঙ্গে
তার স¤পর্কের চূড়ান্ত অবনতি ঘটে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, পুলিশ
লুবিটজের ফ্ল্যাট অনুসন্ধান করে প্রচুর পরিমাণে ওষুধ খুঁজে পেয়েছে। তবে
ধারণা করা হচ্ছে, তিনি সম্ভবত বিষণœতা-নিরোধক ওষুধ গ্রহণ চাইতেন না। আরও
দাবি করা হচ্ছে, তদন্তকারী কর্মকর্তারা লুবিটজের ডায়রি উদ্ধার করেছে।
ডায়রিতে লুবিটজ নিজের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে চাকুরি হারানোর
ভয়ের কথা লিখেছেন বলে দাবি করা হয়েছে। লুবিটজ ও ক্যাথরিনের বন্ধুরা
জানিয়েছেন, তখন পর্যন্ত তারা একসঙ্গে থাকতেন। তবে ক্যাথরিন নতুন ফ্ল্যাটের
সন্ধান করছিলেন। কেননা, ক্রমেই লুবিটজ তার স¤পর্ক নিয়ে ভীষণ একরোখা ও
স্বেচ্ছাচারী হয়ে উঠছিলেন। এমনকি ক্যাথরিন কী পোশাক পরবেন, কার সঙ্গে কথা
বলতে পারবেন, তা-ও ঠিক করে দিতে চাইতেন লুবিটজ। আবার এরই মাঝে ক্যাথরিনের
সঙ্গে প্রতারণা করে লুবিটজ পাঁচ মাস ধরে চুটিয়ে প্রেম করেছিলেন তারই বিমানে
কর্মরত আরেক বিমানবালার সঙ্গে। তদন্তকারীরা ধারণা করছেন, লুবিটজের
দৃষ্টিশক্তি ও স্বাস্থ্যজনিত সমস্যা, একই সঙ্গে ক্যাথরিনের সঙ্গে স¤পর্কের
টানাপড়েনের ফলেই বিমানটি ধ্বংস করার চূড়ান্ত পাগলামো পেয়ে বসেছিল তাকে।
No comments