লি কুয়ানের শেষকৃত্যানুষ্ঠান আজ
আধুনিক সিঙ্গাপুরের জনক ও সাবেক প্রধানমন্ত্রী লি কুয়ান ইউয়ের শেষকৃত্যানুষ্ঠান আজ। রাষ্ট্রীয়ভাবে এ উপলক্ষে ব্যাপক আয়োজন হাতে নেয়া হয়েছে। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রীয় শোক মিছিল বের করা হবে। ১৫.৪ কিলোমিটার পথ ঘুরে সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্রে যাওয়া হবে।
সেখানে দুপুর ২টা ৩০ থেকে বিকাল ৫টা পর্যন্ত শেষকৃত্যানুষ্ঠান হবে। লি কুয়ান ছিলেন সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বর্তমানে লি সিয়েন লং তার বড় ছেলে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে ৯১ বছর বয়সে মারা যান লি। দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট্ট একটি বন্দর শহর থেকে সিঙ্গাপুরকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত করার রূপকার বলা হয় লি কুয়ানকে।
No comments