ক্যাফেতে দু’নারীর কাণ্ড
প্রকাশ্যে দু’নারী সমকামী এক ক্যাফের ভেতর চুমুতে মত্ত। এ অবস্থায় ভিয়েনার একটি সুপরিচিত ক্যাফে বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু প্রেমে পাগলপারা যুগলরা তা সইতে পারেন নি। তারা ওই ক্যাফের সামনে শনিবার প্রতিবাদ বিক্ষোভে যোগ দেন। এ বিক্ষোভে যোগ দেন কমপক্ষে ২০০০ মানুষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয় অস্ট্রিয়ার সামাজিক ওয়েবসাইটে চুমুরত ওই সমকামী নারীর খবর ও ক্যাফে প্রুকেল বন্ধ রাখার সিদ্ধান্ত বাতাস বেগে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে প্রতিবাদে যোগ দেয় ২০ বছর বয়সী এক শিক্ষার্থী জুলিয়ান বারতল। তিনি বলেছেন, কফি পান করা সহ ওই ক্যাফেতে সবারই সমান অধিকার আছে। ভিয়েনার ক্যাফেগুলো এখনও অত্যন্ত রক্ষণশীল ও প্রথা মেনে চলে। নিকোলেতা কোরকোস (২৭) নামের এক ড্যান্সার বলেন, সবারই মুক্তভাবে ভালবাসার অধিকার আছে। সমকামীরা চুমু দিয়েছেন তাতে ক্যাফে বন্ধ করে দিতে হবে, তাও ভিয়েনায়- এ কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। একবিংশ শতাব্দীতে এসে এটাও আমাদের বিশ্বাস করতে হচ্ছে। আমি এসেছি গ্রিস থেকে। সেখানকার চেয়ে ভিয়েনা হাজার গুণ সহনশীল। ওদিকে ক্যাফেতে যে যুগল চুমু খেয়েছিলেন তারা বলেছেন, তারা একটি উপলক্ষকে উদযাপন করতে চুমু বিনিময় করেছিলেন। তবে ক্যাফে মালিক ক্রিস্টল সেদলার বলেন, তারা যা করেছেন তা শুধু চুমু ছিল না। তার চেয়েও বেশি কিছু ছিল। অস্ট্রিয়ার মিডিয়ায় বলা হয়েছে, প্রকাশ্যে ক্যাফেতে চুমু খাওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন ওই সমকামী নারীরা। উল্লেখ্য, অস্ট্রিয়ার সাংবিধানিক আদালত এ সপ্তাহে পার্লামেন্ট সদস্যদের নির্দেশ দিয়েছে যেন তারা সমকামী দম্পতিদের একটি সন্তান দত্তক নেয়ার অনুমতি দেন।
No comments