ঢাকা ভেঙে তিন বিভাগের পক্ষে প্রধানমন্ত্রী
ঢাকাকে
ভেঙে তিনটি বিভাগ করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনিক
বিকেন্দ্রীকরণের স্বার্থেই এটা করতে চান তিনি। গতকাল সচিবালয়ে জনপ্রশাসন
মন্ত্রণালয় পরিদর্শন করে কর্মকর্তাদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এসব কথা
বলেন। প্রধানমন্ত্রী বলেন, ঢাকাতে ১৭টি জেলা এবং সব থেকে ঘনবসতিপূর্ণ
এলাকা। এখানে প্রশাসন চালানো যে কি কঠিন অবস্থা! ইতিমধ্যে ময়মনসিংহকে বিভাগ
করার ঘোষণা আমরা দিয়েছি। মানুষকে সত্যিকারভাবে সেবা দিতে গেলে, উন্নয়ন
করতে গেলে সবচেয়ে ভাল হতো যদি আমরা ঢাকাকে তিনটি ভাগে ভাগ করতে পারি।
কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কোন এলাকায় কি ধরনের কার্যক্রম
নিলে সে এলাকার দ্রুত উন্নতি হবে, মানুষ সেবা পাবে- সেভাবে চিন্তা করেই
কিন্তু আমাদের বাজেট এবং উন্নয়ন প্রকল্পগুলো গ্রহণ করা দরকার। শেখ হাসিনা
বলেন, এই মন্ত্রণালয়ের অনেক দায়িত্ব। কাজ যেন পড়ে না থাকে। ধীরগতিতে যেন
কাজ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তিনি বলেন, আমাদের আরেকটা জিনিস মনে রাখতে
হবে। প্রায় ২০০ বছর বৃটিশদের গোলামি করতে হয়েছে আমাদের। ঔপনিবেশিক
ধ্যান-ধারণার পরিবর্তন আনতে হবে। প্রশিক্ষণের ব্যাপারে খুব গুরুত্ব দিতে
হবে। কারণ এগিয়ে যাওয়া বিশ্বের সঙ্গে তাল মেলাতে হলে সুশিক্ষিত কর্মকর্তা
একান্ত প্রয়োজন। যুগের পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে
পরিবর্তন আনতে পারলেই আমরা এগিয়ে যাবো। প্রশাসনে শূন্য পদ নিয়োগে ৩৪ ও ৩৫তম
বিসিএসে উত্তীর্ণদের নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার তাগিদ দিয়ে
প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে আমাদের প্রচুর পদ শূন্য রয়েছে প্রশাসনে।
একদিকে প্রমোশনের জায়গা নেই অন্যদিকে শূন্যপদ। এই অবস্থাটা কিন্তু থাকা
উচিত না।
No comments