পরিস্থিতি ব্যবসাবান্ধব নয় সমাধান জরুরি -বৃটিশ ওয়েলশ চেম্বার নেতৃবৃন্দের অভিমত
বাংলাদেশের
চলমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি ‘ব্যবসা-বাণিজ্যবান্ধব নয়’ বলে মনে করেন
সফররত যুক্তরাজ্যের ওয়েলশ-বাংলাদেশ চেম্বার নেতৃবৃন্দ। এমন অবস্থা এ দেশে
নতুন নয় মন্তব্য করে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী প্রতিনিধি দলের ওই সদস্যরা
দেশের অভ্যন্তরীণ এ সঙ্কট জরুরি ভিত্তিতে সমাধান কামনা করেছেন। সাত দিনের
সফরের দ্বিতীয় দিনে গতকাল গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তারা এসব কথা
বলেন। বিনিয়োগ সম্ভাবনার খোঁজে শনিবার ২৪ সদস্যের ওই প্রতিনিধি দল
বাংলাদেশে আসে। গতকাল থেকেই তাদের সফরের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। প্রথমেই
ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক দেখভালে নিযুক্ত
প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এরপর রাজধানীর গুলশানের একটি
হোটেলে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন। হাইকমিশন আয়োজিত ওই মতবিনিময়
অনুষ্ঠানে বাংলাদেশে বিদেশী বিনিয়োগ বিশেষ করে বৃটেন ও ওয়েলশ-এর ব্যবসায়ী ও
বিনিয়োগকারীদের বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিষয়টি আলোচনায় স্থান পায়।
৫ই জানুয়ারির একতরফা নির্বাচনের বছরপূর্তিকে ঘিরে সরকার ও বিরোধী পক্ষের
মুখোমুখি অবস্থান কতটা বিনিয়োগবান্ধব? এমন একাধিক প্রশ্ন আসে সাংবাদিকদের
তরফে। বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ নাগরিকদের নেতৃত্বে পরিচালিত ওয়েলশ
চেম্বার প্রতিনিধিরা কোন রকম রাজনীতির মধ্যে না গিয়ে বলেন, আমরা জানি এ রকম
পরিস্থিতির মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০১১ সালে প্রথম ‘বিনিয়োগ
মিশন’ নিয়ে বাংলাদেশে এসেছিলেন জানিয়ে তারা বলেন, ওয়েলশ গভর্নমেন্ট যখন এটি
চূড়ান্ত করে তখন এমন সংঘাতময় পরিস্থিতি ছিল না। তারা আশা করেন পরিস্থিতির
দ্রুত উন্নতি হবে। তারাও এখানে ব্যবসা ও বিনিয়োগ করতে পারবেন।
ওয়েলশ-বাংলাদেশ চেম্বারের চেয়ারম্যান এম দিলাবর এ হোসেন ছাড়াও ভাইস
চেয়ারম্যান আনা মিয়া, সেক্রেটারি জেনারেল মাহবুব নূর, ডেপুটি সেক্রেটারি
ইমতিয়াজ হোসেন (জ্যাকি), ডিরেক্টর আবদুল আলীম, মিডিয়া ডিরেক্টর আজফুল খান,
আইটি ডিরেক্টর ইয়াহিয়া হাসান প্রমুখ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব
দেন। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এদেশের ব্যবসায়ীদের
জন্য একটি চ্যালেঞ্জ। ব্যবসা করতে গেলে চ্যালেঞ্জ থাকবেই। তা সব দেশেই
থাকে। দেশের পরিস্থিতি যা-ই হোক না কেন কাজ বন্ধ করে বসে থাকা কোন সমাধান
নয় বলে মনে করেন তারা। বৃটেনের প্রতিনিধিরা মনে করেন- ব্যবসা-বাণিজ্যে অর্থ
বড় বিষয় নয়। বাংলাদেশে অর্থ আছে। ব্যবসায়ে উন্নতির জন্য যে জ্ঞান ও দক্ষতা
দরকার সেটির এখনও ঘাটতি রয়েছে। তা আরও বাড়ানোর ওপর জোর দেন তরুণ
ব্যবসায়ীরা। আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকছেন প্রতিনিধি দলের
সদস্যরা। কাল তাদের সঙ্গে যোগ দেবেন ওয়েলশ-এর একজন এমপি। বৃটিশ হাইকমিশনার
রবার্ট গিবসনের সঙ্গে তাদের বৈঠক হবে। গতকাল বিকালে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে
সাক্ষাৎ করেছেন। এফবিসিসিআই ও ঢাকা চেম্বার নেতাদের সঙ্গেও তাদের মতবিনিময়
হবে। প্রতিনিধি দলটি চট্টগ্রাম ও সিলেট সফর করবে।
No comments