ভারতীয় পোশাকশিল্পীর সাজে দিল্লিতে মিশেল
ভারতীয় পোশাকশিল্পীর ডিজাইনকৃত পোশাকে দিল্লিতে নামলেন মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা। নামার ঘণ্টাখানেক আগে তিনি টুইট করে এ কথা জানান। এয়ারফোর্স ওয়ান থেকে নামার সময় দেখা যায়, মিশেল জ্যামিতিক প্রিন্টের কালো ও হাঁটু অবধি সাদা পোশাক পরে আছেন। জামার কেন্দ্রীয় অংশে নীল ফুলের ছাপ। এর সঙ্গে ম্যাচিং করে একটি তিলা কোট গায়ে জড়ানো। পায়ে সাদামাটা কালো পাম্প। বিভূ মহাপাত্র বলিউড তারকা সোনম কাপুর ও কারিনা কাপুরের পোশাকেরও ডিজাইনার।
ম্যাচবক্সে রাখার মতো সিল্ক শাড়ি উপহার
বাংলার সিল্ক জগদ্বিখ্যাত। মুঘল আমলে এমন সিল্ক শাড়ি ছিল, যেটি একটি ম্যাচবক্সে রাখা যেত। বিষয়টি এখন রূপকথার মতোই মনে হতে পারে। কিন্তু ভারত সফররত যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামাকে এ রকমই এক শাড়ি উপহার দিচ্ছেন, যেটি একটি ম্যাচবক্সে রেখে ঘুরে বেড়াতে পারবেন তিনি। আজ ভারতের প্রজাতন্ত্র দিবসে ওই শাড়ি মিশেলের হাতে তুলে দেওয়া হবে। বিখ্যাত হস্তশিল্পী নীলা বিজয় ওই শাড়ি তৈরি করেছেন। শুধু মিশেলের জন্য নয়, প্রেসিডেন্ট ওবামার জন্যও সিল্ক শাল তৈরি করেছেন তিনি। সাড়ে চার মিটার লম্বা শাড়িটির ওজন মাত্র ৬০ গ্রাম ও দুই মিটার লম্বা শালের ওজন ৩০ গ্রাম মাত্র। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বান্দারু দত্তাত্রেয়ের কাছে ওই উপহারগুলো হস্তান্তর করেছেন শীলা। প্রজাতন্ত্রের দিন উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাধ্যমে অন্য উপহারগুলোর সঙ্গে শাড়ি ও শালটি দেয়ার অনুরোধ করেছেন শীলা। জিনিউজ।
ম্যাচবক্সে রাখার মতো সিল্ক শাড়ি উপহার
বাংলার সিল্ক জগদ্বিখ্যাত। মুঘল আমলে এমন সিল্ক শাড়ি ছিল, যেটি একটি ম্যাচবক্সে রাখা যেত। বিষয়টি এখন রূপকথার মতোই মনে হতে পারে। কিন্তু ভারত সফররত যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামাকে এ রকমই এক শাড়ি উপহার দিচ্ছেন, যেটি একটি ম্যাচবক্সে রেখে ঘুরে বেড়াতে পারবেন তিনি। আজ ভারতের প্রজাতন্ত্র দিবসে ওই শাড়ি মিশেলের হাতে তুলে দেওয়া হবে। বিখ্যাত হস্তশিল্পী নীলা বিজয় ওই শাড়ি তৈরি করেছেন। শুধু মিশেলের জন্য নয়, প্রেসিডেন্ট ওবামার জন্যও সিল্ক শাল তৈরি করেছেন তিনি। সাড়ে চার মিটার লম্বা শাড়িটির ওজন মাত্র ৬০ গ্রাম ও দুই মিটার লম্বা শালের ওজন ৩০ গ্রাম মাত্র। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বান্দারু দত্তাত্রেয়ের কাছে ওই উপহারগুলো হস্তান্তর করেছেন শীলা। প্রজাতন্ত্রের দিন উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাধ্যমে অন্য উপহারগুলোর সঙ্গে শাড়ি ও শালটি দেয়ার অনুরোধ করেছেন শীলা। জিনিউজ।
No comments