‘ক্যামেরা না থাকলে আড্ডা দারুণ জমে’
প্রজাতন্ত্র
দিবসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফর নানা কারণে আলোচনায়
দুনিয়া জুড়ে। একদিকে ওবামা। অন্যদিকে মোদি। দু’জনই প্রথা ভাঙায় চমক
দেখাচ্ছেন। দরুণ পালাম বিমানবন্দরের কথায়। তাবৎ নিরাপত্তা কর্তারা যখন
তটস্থ। ঠিক তখন হঠাৎ হাজির মোদি। প্রটোকল সরিয়ে ওবামা দম্পতিকে চমকে দিয়ে
শুধুই স্বাগতই জানালেন না। করমর্দনেই না থেমে করলেন উষ্ণ আলিঙ্গন।
হায়দরাবাদ হাউসের বাগানে হেঁটে এসে আড্ডার ফাঁকে ওবামাকে চা বানিয়ে
খাওয়ালেন নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি ‘বারাক’ বলে সম্বোদন
মোদির। যৌথ বিবৃতিতেও তার রেশ থেকেছে । লেখা হলো হিন্দিতে ‘চলিয়ে সাথ
সাথ।’ দু’নেতার বক্তৃতাতেও রয়েছে সম্পর্কের গাঢ় উষ্ণতার ছাপ। মোদির উদ্দেশে
ওবামা বললেন, ম্যাডিসন স্কয়ার গার্ডেনে দেখলাম আপনার জনপ্রিয়তা বলিউড
তারকার মতো। মোদিকে লক্ষ্য করে বলে ওঠেন, প্রধানমন্ত্রী বললেন কাল তিন
ঘন্টা ঘুমিয়েছেন। শুনে খারাপ লাগলো। আমিতো দিব্যি ঘন্টা পাঁচেক ঘুমিয়েছি।
মোদি কুর্তা একটা পরার ইচ্ছা ছিল আমার। মোদিও কম যাননি। বাচন পটিয়সি মোদি
বললেন, বারাক আর আমার রসায়নই ভারত আর আমেরিকাকে কাছে এনেছে। আমি বারাককে
ফোন করে গপ্পো করি। ক্যামেরা না থাকলে আড্ডা দারুণ জমে! দু’জনের মধ্যে কি
কথা হলো তা পর্দে মে রহেনে দো!
No comments