গ্রিসে বাম অভ্যুদয়
গ্রিসের
সাধারণ নির্বাচনে কৃচ্ছ্রব্রতবিরোধী সিরিজা দল বিজয়ী হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন
(ইইউ)-এর সঙ্গে নানা বিষয়ে দেশটির বিরোধের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষত
বিপুল ঋণগ্রস্ত গ্রিসের বড় জামানতদার এখন এই ইইউ। এ পর্যন্ত গোনা ৭৫% ভাগ
ভোটে সিরিজা ১৪৯ আসনে এগিয়ে আছে বলেই দেখা যাচ্ছে, অবশ্য এ সংখ্যায়
হেরফেরও ঘটতে পারে। বামপন্থি দলের নেতা আলেকসিস টিসিপ্রাস বরাবরই গ্রিসের
ঋণভার নিয়ে পুনঃদরদস্তুরের পক্ষপাতী। গতকাল তিনি বলেছেন, ‘গ্রিকরা সৃষ্টি
করেছে নতুন ইতিহাস।’ নির্বাচনে ক্ষমতাসীন মধ্যডান নিউ ডেমক্রেসি দ্বিতীয়
হয়েছে বিপুল ভোটের ব্যবধানে। বিদায়ী প্রধানমন্ত্রী আনতোনিস সামারাস পরাজয়
মেনে নিয়ে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন মি. টিসিপ্রাস-কে। বামপন্থি
সিরিজিয়া দলের বিজয় গোটা ইউরোপে কাঁপন জাগিয়েছে বলে গিসের রাজধানী এথেন্স
থেকে বিবিসি’র গাভিন হিউইট এক প্রতিবেদনে মত প্রকাশ করেছেন।
No comments