রাঙ্গামাটি শহরের কারফিউ দীর্ঘস্থায়ী করার অনুরোধ
রাঙ্গামাটি
শহরের কারফিউ দীর্ঘস্থায়ী করার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। রাঙ্গামাটি
জেলা প্রশাসনের কাছ থেকে নেতিবাচক প্রতিবেদন পাওয়ার কারণে কারফিউ
দীর্ঘস্থায়ী করার চিন্তাভাবনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাঙ্গামাটির
ডিসি মো. সামসুল আরেফিনের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে জেলা প্রশাসন,
পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি’র যৌথ অভিযান পরিচালনার পরও আইনশৃঙ্খলা
পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ কারণে কারফিউ’র মেয়াদ
বাড়ানোর অনুরোধ করা হয় চিঠিতে। ডিসি’র এমন প্রতিবেদন পাওয়ার কারণে কারফিউ
দীর্ঘস্থায়ী করার চিন্তাভাবনায় রয়েছে সরকার। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা
গেছে, গত শনিবার মেডিক্যাল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে পাঠদান কার্যক্রম
ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত রাঙ্গামাটি
মেডিক্যাল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সব
কার্যক্রম স্থগিত রাখার দাবিতে ওইদিন সড়ক ও নৌপথে রাঙ্গামাটি জেলায়
সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করে জনসংহতি সমিতির সমর্থনপুষ্ট ছাত্র
সংগঠন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। অবরোধের সমর্থনে
বিভিন্ন এলাকায় পিকেটিং করে অবরোধকারীরা। ওই সময় সকালের দিকে অবরোধ ভেঙে
পিকআপ নিয়ে মেডিক্যাল কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করেন কলেজ
স্থাপনের সমর্থক যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী। এতে উভয় পক্ষ
সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন প্রথমে ১৪৪ ধারা
জারি করে। কিন্তু ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষিপ্তভাবে নানা সহিংসতার ঘটনা ঘটার
কারণে কঠোর পদক্ষেপ হিসেবে রাঙ্গামাটি শহরে বিশেষ ক্ষমতা আইনের বিধান
মোতাবেক কারফিউ জারি করা হয়। প্রথমে রোববার রাত ৮টা থেকে গত সোমবার সকাল
৮টা পর্যন্ত শহরে কারফিউ জারি করা হয়। এখনও পরিস্থিতির উন্নতি না হওয়ায় এর
মেয়াদ বাড়ানোর জন্য চিঠি দিয়েছে জেলা প্রশাসন। ওই চিঠিতে বলা হয়েছে, ঘটনাটি
দীর্ঘমেয়াদি হতে পারে বিবেচনায় সোমবার সকাল ১১টা থেকে পুনরায় কারফিউ জারির
জন্য অনুমতি কামনা করা হলো। এর ভিত্তিতেই দীর্ঘমেয়াদি কারফিউ জারির
অনুমোদন দেয়ার প্রক্রিয়া করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ে চিঠি দেয়ার বিষয়টি স্বীকার করে রাঙ্গামাটির ডিসি মো. সামসুল
আরেফিন মানবজমিনকে বলেন, সোমবার চিঠিটি দিয়েছিলাম। এখন তো কারফিউ নেই।
No comments