মিস ইউনিভার্স বিতর্কে দুই সুন্দরী
মিস
ইউনিভার্স প্রতিযোগিতা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন মিস লেবানন স্যালি
গ্রেইগ ও মিস ইসরাইল দোরন মাতালোন। মাতালোনের বিরুদ্ধে অভিযোগ, স্যালি
গ্রেইগ যখন মিস জাপান ও মিস স্লোভেনিয়ার সঙ্গে একটি গ্রুপ ছবি তোলেন।
কিন্তু তাকে আহ্বান না জানানো সত্ত্বেও মিস ইসরাইল মাতালোন গিয়ে হাজির হন।
এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্যালি গ্রেইগ। তিনি ফেসবুকে লিখেছেন, মিস
ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পৌঁছেছি। তারপর থেকেই মিস ইসরাইলের সঙ্গ
এড়িয়ে চলা বা তার সঙ্গে কোন যোগাযোগ না করার বিষয়ে ছিলাম ভীষণ সতর্ক। মিস
জাপান, মিস স্লোভেনিয়ার সঙ্গে আমি যখন একটি গ্রুপ ছবি তুলছিলাম তখন হঠাৎ
করেই সেখানে গিয়ে লাফিয়ে হাজির হন মিস ইসরাইল। আমাদের সঙ্গে তিনি একটি
সেলফি তোলেন। তারপর তা ছড়িয়ে দেন সামাজিক মিডিয়ায়। ওই ছবিটি তোলা হয়
মিয়ামিতে। এই মিয়ামিতেই আগামী ২৫শে জানুয়ারি হবে চূড়ান্ত প্রতিযোগিতা।
সেদিনই নির্ধারিত হবে এবারের মিস ইউনিভার্স কে হচ্ছেন। মিস ইসরাইল দোরন
মাতালোন তার আগেই ১১ই জানুয়ারি তার ইনস্টাগ্রামে বিতর্কিত ওই ছবি পোস্ট
করেন। এতে দেখা যায়, মিস স্লোভেনিয়া, মিস জাপান ও মিস লেবাননের সঙ্গে মিস
ইসরাইলের হাস্যোজ্জ্বল ছবি। তারা দাঁত নিয়ে মজা করছেন।
No comments