ক্রমেই মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠছে পৃথিবী
জলবায়ু পরিবর্তন এবং বন্য প্রাণী ও উদ্ভিদের বিলুপ্তির কারণে মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠছে পৃথিবী। প্রকৃতির ওপর মানুষের প্রভাব শীর্ষক একটি বৈজ্ঞানিক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ১৮ সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল কৃষিজমিতে ব্যবহার করা সারে নাইট্রোজেন ও ফসফরাসের উপস্থিতির দরুন সৃষ্ট দূষণ এবং বন সম্পর্কেও নিজেদের গবেষণার ফলাফল হাজির করেন। এ বৈজ্ঞানিক প্রকল্পে নেতৃত্ব দেয়া সারাহ কর্নেল বলেন, আমি মনে করি না যে আমরা পৃথিবীকে ভেঙে ফেলেছি। তবে আমরা ক্রমেই পৃথিবীকে জটিল করে ফেলছি। বৈজ্ঞানিক দলের এক বিবৃতিতে বলা হয়েছে, চারটি ক্ষেত্রে সীমা অতিক্রম হয়ে গেছে। ফলে মানবতা বেশ বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। এর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের বিলুপ্তি, ভূমি ব্যবহারের পরিবর্তন ও সার দূষণ সীমা অতিক্রম করেছে। মোট নয়টি বিষয়কে ধর্তব্যের মধ্যে নিয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যে বিশুদ্ধ পানি ব্যবহার, সাগরের অম্লতা, ওজোন হ্রাস এখন পর্যন্ত নিরাপদ মাত্রায় রয়েছে। অপর আরেকটি বিষয়, আকাশ দূষণের মাত্রা এখনও পরিমাপ করা যায়নি। এ প্রতিবেদনে জলবায়ু পরিবর্তন এবং উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বিলুপ্তির বিষয়গুলো বেশ উদ্বেগজনক। কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে নিরাপদ মাত্রার অনেক বেশি। প্রসঙ্গত, ২০১৫ সালের শেষের দিকে ২০০টি দেশের সরকারি প্রতিনিধি প্যারিসে একত্রিত হবেন বৈশ্বিক উষ্ণতা কমানোর ব্যাপারে ঐকমত্যে পৌঁছতে।
No comments