রিয়াজ রহমান গুলিবিদ্ধ- নগ্ন হামলা চালিয়ে শেষ রক্ষা হবে না: খালেদা জিয়া
বিরোধী
দলের নেতাকর্মীদের ওপর নগ্ন হামলা চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না বলে
মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতরাতে গণমাধ্যমে পাঠানো এক
বিবৃতিতে তিনি বলেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, খ্যাতনামা প্রবীন
কূটনীতিক, বিএনপির শীর্ষস্থানীয় নেতা রিয়াজ রহমানের উপর রাতে গুলি বর্ষন ও
তার গাড়িতে অগ্নিসংযোগের ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় আমি যুগপৎভাবে
ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। আমাকে অবরুদ্ধ অবস্থায় দেখে বাড়ি ফেরার পথে
পুলিশবেষ্টনীর অদুরে তার ওপর এ কাপুরোষিত সন্ত্রাসী হামলা চালানো হয়। আমি
তার আশু সুস্থতা কামনা করি। খালেদা জিয়া বলেন, বিরোধী দলের ওপর এভাবে নগ্ন
হামরা চালিয়ে শেষ রক্ষা হবে বলে আমি মনে করি না। এই সন্ত্রাসী হামলা ও
প্রাণনাশের অপচেষ্টার নিন্দা ও প্রতিবাদের কোন ভাষা নেই। তিনি অভিযোগ করে
বলেন, সরকারি উচ্চ মহল থেকে উস্কানিমুলক বক্তব্যের পরই রিয়াজ রহমান এ ধরনের
সন্ত্রাসী হামলার শিকার হলেন। অনতি বিলম্বে হামলাকারি সন্ত্রাসীদের ধরে
আইনামলে এনে কঠোর শাস্তির দাবি করছি। দেশে সুপরিকল্পিতভাবে এ ধরনের ভীতি
প্রদর্শণ ও সন্ত্রাসী কার্যকলাপের পরিণাম শুভ হবে না বলে আমি ক্ষমতাসীনদের
সতর্ক করে দিচ্ছি। তিনি বলেন, সন্ত্রাস, গুপ্ত হামলা, গুম, খুনের মাধ্যমে
নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির যে অপচেষ্টা চলছে তার পুরো দায় শাসক মহলকেই
বহন করতে হবে।
রিয়াজ রহমান গুলিবিদ্ধ
বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ বিষয়ক উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র
প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে গুলি করেছে দৃবৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে
ঢাকায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর বলে
জানিয়েছেন চিকিৎসক। হাসপাতালটির একজন কর্মকর্তা জানিয়েছেন, রিয়াজ রহমানকে
হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা
জিয়ার সঙ্গে দেখা করে বের হওয়ার কিছুক্ষণ পর রাত ৮টা ৪৫ মিনিটের দিকে
গুলশান-২ এ হোটেল ওয়েস্টিনের সামনে হামলার শিকার হন রিয়াজ রহমান।
দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এরপর তার গাড়িতে আগুন দেয়।
ইউনাইটেড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাওয়াজ শুভ জানিয়েছেন, রিয়াজ
রহমানের পায়ে দুটি এবং কোমরে দুটি গুলি লেগেছে। তার প্রচ- রক্তক্ষরণ হচ্ছে।
No comments