সাকিবের অনন্য রেকর্ড
ক্রিকেটে
এমন দেখা যায়নি আগে। আইসিসি’র টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডারের
মর্যাদা ছিল সাকিব আল হাসানেরই। তা ধরে রেখে এবার বাংলাদেশের এ ক্ষণজন্মা
ক্রিকেটার সিংহাসনে বসলেন টেস্ট ও ওয়ানডে র্যাঙ্কিংয়েও। সর্বশেষ আইসিসি
র্যাঙ্কিংয়ে টেস্ট অলরাউন্ডারের তালিকায় সাকিব পেছনে ফেলেছেন দক্ষিণ
আফ্রিকার ভারনন ফিল্যান্ডারকে। আর ওয়ানডেতে সাকিব পাকিস্তানের মোহাম্মদ
হাফিজকে দুই নম্বরে ঠেলে দিয়ে পাচ্ছেন একনম্বর অলরাউন্ডারের মর্যাদা।
র্যাঙ্কিংয়ের সর্বশেষ তালিকায় টি-টোয়েন্টি অলরাউন্ডারের শীর্ষ আসনেও বহাল
সাকিব আল হাসান। আইসিসি’র ইতিহাসে একাধারে তিন ফরমেটের ক্রিকেটে একনম্বর
অলরাউন্ডারের খেতাবের নজির নেই আর কারও। সর্বশেষ অলরাউন্ডারের তালিকায়
দ্বিতীয়স্থানে ফিল্যান্ডারের ৩৪১ রেটিং পয়েন্ট। এতে সাকিবের ৩৯৮ রেটিং। আর
ওয়ানডেতে হাফিজের ৩৯৮কে পিছে ফেলে সাকিবের ৪০৩ পয়েন্ট। ২০১৪ সালে টেস্টে
১০ ইনিংসে এক সেঞ্চুরি ও তিন অর্ধশতকে সাকিবের সংগ্রহ ৪২৪ রান। এতে পাঁচ
টেস্টে বল হাতে সাকিবের শিকার ২৭ উইকেট। গেল বছর ওয়ানডের ১১ ইনিংসে এক
সেঞ্চুরিতে সাকিবের ঝুলিতে ২৮৯ রান। আর ১২ ওয়ানডেতে বোলিংয়ে সাকিবের সংগ্রহ
২১ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ সিরিজে ব্যাট-বলে
সাফল্য নিয়ে বিরল রেকর্ডে নাম ওঠে সাকিব আল হাসানের। সিরিজে ব্যাট হাতে
সাকিব পান ২৫১ রান। আর বোলিংয়ে সাকিবের শিকার ১৮ উইকেট। তিন ম্যাচের টেস্ট
সিরিজে ২৫০ রান ও ১৫ উইকেটের কৃতিত্ব দেখানো মাত্র দ্বিতীয় ক্রিকেটার তিনি।
১৩৭ বছরের টেস্ট ইতিহাসে এমন নজির রয়েছে কেবল অসি ক্রিকেটার মিচেল
জনসনের। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে এমন কৃতিত্ব দেখান অস্ট্রেলিয়ার এ
ফাস্ট বোলিং অলরাউন্ডার। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের অন্যতম ভরসাও সাকিব
আল হাসানে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে এ আসর শুরুর আগে বাংলাদেশের
ক্রিকেট ভক্তদের কৌতূহলী নজর অস্ট্রেলিয়ার বিগব্যাশ লীগের দিকেও।
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি এ আসরে সাকিব খেলছেন মেলবোর্ন রেনেগেডসের
হয়ে। আজ দুপুর ২:৪০ মিনিটে ব্রিসবেন হিটসের বিপক্ষে ম্যাচে রেনেগেডসের হয়ে
মাঠে নামছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের আগে ট্রান্স-তাসমেনিয়ান কন্ডিশনে
সাকিব আল হাসানের লব্ধ অভিজ্ঞতা মূল আসরে বাংলাদেশ দলের কাজে দেবে বিশ্বাস
বোদ্ধাদের।
টেস্টে শীর্ষ ৩ অলরাউন্ডার
র্যাঙ্ক খেলোয়াড় দেশ রেটিং
১. সাকিব আল হাসান বাংলাদেশ ৩৯৮
২. ভারনন ফিল্যান্ডার দ. আফ্রিকা ৩৪১
৩. রবিচন্দ্রন অশ্বিন ভারত ৩১৮
ওয়ানেডে’র সেরা ৩
১. সাকিব আল হাসান বাংলাদেশ ৪০৩
২. মোহাম্মদ হাফিজ পাকিস্তান ৩৯৭
৩. অ্যাঞ্জেলো ম্যাথিউস শ্রীলঙ্কা ৩৯৫
টি-টোয়েন্টির সেরা ৩
১. সাকিব আল হাসান বাংলাদেশ ৩৭৭
২. মোহাম্মদ হাফিজ পাকিস্তান ৩৬৩
৩. শহীদ আফ্রিদি পাকিস্তান ৩২৬
টেস্টে শীর্ষ ৩ অলরাউন্ডার
র্যাঙ্ক খেলোয়াড় দেশ রেটিং
১. সাকিব আল হাসান বাংলাদেশ ৩৯৮
২. ভারনন ফিল্যান্ডার দ. আফ্রিকা ৩৪১
৩. রবিচন্দ্রন অশ্বিন ভারত ৩১৮
ওয়ানেডে’র সেরা ৩
১. সাকিব আল হাসান বাংলাদেশ ৪০৩
২. মোহাম্মদ হাফিজ পাকিস্তান ৩৯৭
৩. অ্যাঞ্জেলো ম্যাথিউস শ্রীলঙ্কা ৩৯৫
টি-টোয়েন্টির সেরা ৩
১. সাকিব আল হাসান বাংলাদেশ ৩৭৭
২. মোহাম্মদ হাফিজ পাকিস্তান ৩৬৩
৩. শহীদ আফ্রিদি পাকিস্তান ৩২৬
No comments