তিন অস্ত্রধারী আটকের পর মুক্ত
সরকারি দলের তিন যুবককে অস্ত্র ও গুলিসহ আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, তাদের অস্ত্রের লাইসেন্স আছে বলে ছেড়ে দেয়া হয়েছে। সোমবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়। তবে পেট্রোল বোমাসহ আটককৃত এক যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সূত্রে জানা গেছে, সমাবেশ চলাকালে উদ্যানের দক্ষিণ পাশের লেক এলাকা থেকে আবু সায়েম শাহীন ও জসিম উদ্দিনকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় শাহীনের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার সঙ্গী জসিমের কাছ থেকে উদ্ধার করা হয় ২৬ রাউন্ড গুলি। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়। আটককৃত শাহীন পুলিশকে জানিয়েছেন, তিনি প্রচার লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার সঙ্গী ফারুক তার দেহরক্ষী। আবু সায়েম শাহীনের বাড়ি রাজধানীর মুহাম্মদপুরের ৩৫০ জাফরাবাদে। তার পিতার নাম আবু সাইফ বেপারী। তিনি ওই এলাকার বুড়িগঙ্গা অটোমোবাইলের মালিক। একই এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের পিতার নাম মৃত সফুর উদ্দিন। বিকাল পৌনে ৪টার দিকে সমাবেশের টিএসসি সংলগ্ন প্রবেশ গেট থেকে অস্ত্রসহ মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেনকে আটক করা হয়। আটককৃত তিনজনকে সন্ধ্যার পর ছেড়ে দেয় পুলিশ। শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই দেলোয়ার বলেন, তাদের কাছে থাকা অস্ত্রের লাইসেন্স রয়েছে বলে ছেড়ে দেয়া হয়েছে। তবে সমাবেশস্থল থেকে পেট্রল বোমাসহ আটক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে তিনি জানান। সমাবেশ চলাকালে লেক সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃকত জাহাঙ্গীর আলমের বাড়ি চট্টগ্রামের লোহাগড়া থানার হাজারীবিঘা গ্রামে। তার পিতার নাম মৃত আবু তালেব। তিনি রাজধানীর মতিঝিল টিঅ্যান্ডটি কলোনিতে থাকেন।
No comments