ক্রোয়েশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার-কিতারোভিচ
ক্রোয়েশিয়ায়
প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৪৬ বছর বয়সী কোলিন্দা
গ্রাবার-কিতারোভিচ। প্রেসিডেন্ট ইভো জোসিপোভিচ (৫৭)কে প্রতিদ্বন্দ্বিতায়
হারিয়েছেন তিনি। কিতারোভিচ দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে
ন্যাটো মহাসচিবের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় দফায় অনুষ্ঠিত
হাড্ডাহাড্ডি ভোটের লড়াইয়ে মাত্র ১ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন
বিরোধীদলীয় এ নারী। ৯৯ শতাংশ ভোট গণনার ফল অনুযায়ী, কিতারোভিচ পেয়েছেন সাড়ে
৫০ শতাংশ এবং তার প্রতিদ্বন্দ্বী, বিদায়ী প্রেসিডেন্ট ইভো জোসিপোভিচ
পেয়েছেন সাড়ে ৪৯ শতাংশ ভোট। পরাজয় মেনে নিয়েছেন জোসিপোভিচ। অভিনন্দন
জানিয়েছেন বিজয়ী কিতারোভিচকে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ৫৮ দশমিক ৯
শতাংশ ভোটারের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই সপ্তাহ আগে অনুষ্ঠিত
প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার চেয়ে ১২ শতাংশ বেশি ভোটার উপস্থিত ছিলেন
দ্বিতীয় দফায়। এদিকে ক্ষমতাসীন প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জয়
পাওয়ার অর্থ, ক্রোয়েশিয়া মধ্য-বামপন্থি জোট থেকে ডানপন্থি রাজনীতিতে প্রবেশ
করছে। পার্লামেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট নির্বাচন প্রধান রাজনৈতিক
দলগুলোর সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছিল। এ বছর
শেষদিকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
No comments