‘ন্যায়সঙ্গত বিদ্রোহ সংগঠনের সময় এসেছে’ -খালেদা জিয়া
আন্দোলনে
সরকার হঠানোর ঘোষণা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন,
ন্যায়সঙ্গত বিদ্রোহ সংগঠনের সময় এসেছে। জনগণের আন্দোলনে সরকার তাসের ঘরের
মতো মিশে যাবে। বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে
মুক্তিযোদ্ধা দল আয়োজিত বিজয় দিবসের সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন,
৫ই জানুয়ারি কোন নির্বাচন হয়নি। ভোট ছাড়া কোন সরকার হতে পারে না। তাই আমরা
সুষ্ঠ নির্বাচন চাইছি। যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে। কেউ ক্ষমতায় থেকে
আর কেউ ক্ষমতাহীন থেকে নির্বাচন করবে তা হতে পারে না। তিনি বলেন, আমাদের আর
বসে থাকার উপায় নেই। ২০ দলের প্রতি প্রতিনিয়ত জনগণ আন্দোলন করার আহ্বান
জানাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন শুরু করবো। অস্ত্রের মোকাবিলা
করবো। জনগণের আন্দোলনের মুখে সরকার তাসের ঘরের মতো মিশে যাবে। সাবেক এ
প্রধানমন্ত্রী বলেন, সুন্দরবন এখন শাসকদের লোভ আর ষড়যন্ত্রে বিপন্ন। এর
আগে, বিকাল সোয়া ৩টার দিকে সমাবেশস্থলে পৌঁছেন খালেদা জিয়া। একাত্তরের মহান
মুক্তিযুদ্ধে অনস্বীকার্য অবদান রাখায় ১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা
ক্রেস্ট ও আর্থিক অনুদান তুলে দেন তিনি। নগদ ২০ হাজার টাকা ও সম্মাননা
ক্রেস্ট প্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন- মোশাররফ হোসেন, খুরশীদ আলম সেজু
মিয়া, জিয়াউল হক বাবু, মতিউর রহমান মনি, মো. শাহজাহান, আবু ইউসুফ হাওলাদার,
আব্দুল আজীজ, মো. রমজান আলী, আবুল কালাম, মো. মোহন মিয়া। দুপুর সোয়া ১টায়
আইডিইবি চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমাবেশের উদ্বোধন করেন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর কোরআন
তেলোয়াতের মধ্য দিয়ে ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে রণাঙ্গনের
মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।
No comments