লক্ষ্মীপুরে যুবকের পায়ে অস্ত্র ঠেকিয়ে পুলিশের গুলি
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের লতিফপুর এলাকায় সন্ত্রাসী জিসান বাহিনীর সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে মো: মহিউদ্দিন নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার ভোররাতে। তবে মহিউদ্দিনের পরিবার দাবি করেছে, পুলিশ মহিউদ্দিনকে বাসা থেকে ধরে নিয়ে পায়ে গুলি করেছে। পুলিশ জানায়, পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী সোলাইমান উদ্দিন জিসান বাহিনীকে ধরতে লতিফপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েঁ। পুলিশ ও পাল্টা কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এ সময় সন্ত্রাসী মহিউদ্দিন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। জিসান বাহিনীর প্রধানসহ অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় মহিউদ্দিনকে পুলিশ পাহারায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে একটি এলজি তিন রাউন্ড গুলি ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
এদিকে গুলিতে আহত মো. মহিউদ্দিনের অভিযোগ, তারঁ বড় ভাই মো. জালাল উদ্দিন চন্দ্রগঞ্জ ইউনিয়নের যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাতে খুঁজতে তাদের বাড়িতে যায় পুলিশ। বড় ভাইকে না পেয়ে মহিউদ্দিনকে ঘুম থেকে তুলে পুলিশ তার বাম পায়ে গুলি করে হাসপাতালে নিয়ে আসে।
এদিকে গুলিতে আহত মো. মহিউদ্দিনের অভিযোগ, তারঁ বড় ভাই মো. জালাল উদ্দিন চন্দ্রগঞ্জ ইউনিয়নের যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাতে খুঁজতে তাদের বাড়িতে যায় পুলিশ। বড় ভাইকে না পেয়ে মহিউদ্দিনকে ঘুম থেকে তুলে পুলিশ তার বাম পায়ে গুলি করে হাসপাতালে নিয়ে আসে।
No comments