মহাকাশে রেঞ্চ ইমেইল!
আন্তর্জাতিক
মহাকাশ স্টেশনের কমান্ডার ব্যারি উইলমোরের একটা রেঞ্চ দরকার। মার্কিন
মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছে সাহায্য চাইলেন তিনি। কিন্তু একটা রেঞ্চ
পাঠাতে যদি আরেকটি রকেট উৎক্ষেপণ করতে হয় তাহলে যেমন সময়সাপেক্ষ, তেমনি
প্রচুর অর্থ খরচের ব্যাপার। তাই নাসা একটা রেঞ্চের ডিজাইন ইমেইল করে পাঠিয়ে
দিল। পৃথিবী থেকে মহাকাশ স্টেশনে বা কোনো মনুষ্যবাহী রকেটে হালকা যন্ত্র
এখন ইমেইল করে পাঠানো সম্ভব। কারণ থ্রিডি প্রিন্টার এখন মানুষের হাতের
মুঠোয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য থ্রিডি প্রিন্টার তৈরি করেছে মেড
ইন স্পেস নামে ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি কোম্পানি। এরাই ওই রেঞ্চের
ডিজাইনটা করে দিয়েছে। কোনো মহাকাশচারীর ব্যবহারের জন্য থ্রিডি প্রিন্টের
জন্য বস্তুর ডিজাইন পাঠানো এটাই প্রথম। ওয়েবসাইট।
No comments