শুধু নারীরাই প্রশ্ন করতে পারবে
নারী এবং শুধু নারীই প্রশ্ন করতে পারবে-
বার্ষিক সংবাদ সম্মেলনে এমন নিয়ম জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক
ওবামা। শুক্রবার এ বছরের সর্বশেষ সংবাদ সম্মেলনে ওবামা কৌতুক করে বলেন,
আমার প্রেস সেক্রেটারির সঙ্গে পরামর্শ করে একটা দুষ্টু ও সুন্দর তালিকা
করেছি, যারা আমাকে প্রশ্ন করতে পারবে। ওবামার সেই তালিকায় শুধু নারী
সাংবাদিকরাই ঠাঁই পেয়েছে। মোট আটজন নারীর প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
তারা সবাই রেডিও ও পত্রিকা সাংবাদিক। সাংবাদিকরা ওবামাকে সনি হ্যাকিং,
কিউবার সঙ্গে সম্পর্ক ও আমেরিকার বর্ণবাদ নিয়ে প্রশ্ন করেন। এসময় কিছু টিভি
সাংবাদিক ক্ষুব্ধ হয়ে সম্মেলন কক্ষ ত্যাগ করেন। উল্লেখ্য, ২০১৪ সালের
প্রায় সংবাদ সম্মেলনে নারীদের প্রাধান্য ছিল। এক প্রশ্নের জবাবে ওবামা
বলেন, খোঁড়া পাতিহাঁস নই আমি। রিপাবলিকানদের বিরোধিতা সত্ত্বেও অভিবাসন ও
কিউবান নীতিমালা নিয়ে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা।
No comments