দুর্নীতিবাজরা আঙুল ফুলে কলাগাছ: মুজাহিদুল
দেশে
উন্নয়নের নামে কিছু মানুষের লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন কমিউনিস্ট
পার্টির সভাপতি ও ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুজাহিদুল
ইসলাম সেলিম। তিনি বলেছেন, লুটেরা ও দুর্নীতিবাজরা দিন দিন ‘আঙুল ফুলে
কলাগাছ’ হচ্ছে। শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ
ক্ষেতমুজর সমিতির জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। কোনো সরকারই
ক্ষেতমজুরদের পক্ষে কাজ করবে না্- এমন মন্তব্য করে মুজাহিদুল ইসলাম সেলিম
বলেন, “কারণ এসব সরকার বড় লোকদের দলের সরকার। সরকার আসবে যাবে কিন্তু
ক্ষেতমজুরদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।” এবারের বাজেটের দুই লাখ কোটি
টাকা বড় লোকদের জন্য কাজে ব্যয় করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রীর উদ্দেশে সেলিম বলেন, ক্ষেতমজুররা ভিক্ষা চায় না। তারা
অন্যের সম্পদ লুটপাট করতে চায় না। তারা চায় তাদের ন্যায্য মুজরি।
সরকারব্যবস্থার পরিবর্তন এনে গরিববান্ধব সরকার প্রতিষ্ঠা করলেই
ক্ষেতমজুরদের স্বার্থ রক্ষা হবে বলে মন্তব্য করেন এই বাম নেতা। কমিউনিস্ট
পার্টির সভাপতি ৬৮ হাজার গ্রামে ক্ষেতমজুর সমিতি গঠন করে সবাইকে ঐক্যবদ্ধ
হয়ে কাজ করার আহ্বান জানান। সমাবেশের ঢাকা ঘোষণায় ক্ষেতমজুরদের জন্য পল্লী
রেশনিং চালুসহ ১০ দফা দাবি উপস্থাপনা করা হয়। এসব দাবি আদায়ে আগামী বছরের
১৯ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের সব মহাসড়ক ও রাজপথে অবস্থান
কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি
শামছুজ্জামান সেলিমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন ঢাবির অধ্যাপক এস
এম আকাশ, সংগঠনের কার্যকারী সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমেদ, আরিফুল ইসলাম
নাহিদ প্রমুখ।
No comments