২৪শে ডিসেম্বর ‘রিহ্যাব উইন্টার ফেয়ার-২০১৪’
আগামী ২৪শে ডিসেম্বর শুরু হচ্ছে আবাসন খাতের সবচেয়ে বড় মেলা ‘রিহ্যাব উইন্টার ফেয়ার-২০১৪’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ দিনব্যাপী এ মেলা শেষ হবে ২৮শে ডিসেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রবিউল হক। এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মো. শাকিল কামাল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী মো. সরওয়ার্দী ভূঁইয়া, প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা ও কামাল আহমেদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী প্রকৌশলী মোশারফ হোসেন প্রধান অতিথি ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী বিশেষ অতিথি থাকবেন। এবারের মেলায় থাকছে মোট ১৫০টি স্টল। এদের মধ্যে ১১৩টি আবাসন প্রতিষ্ঠান আর ২২টি ভবন নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান। এছাড়া কো-স্পন্সর হিসেবে ১৩টি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ নেবে। কো-স্পন্সর প্রতিষ্ঠানগুলো হলো- ইস্টার্ন হাউজিং লি., অ্যাসুরেন্স ডেভেলপমেন্টস লি., কমপ্রিহেনসিভ হোল্ডিংস লি., আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লি., কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্টস লি., শামসুল আলামিন রিয়েল এস্টেট লি., আইডিয়াল রিয়েল এস্টেট লি., রাকিন ডেভেলপমেন্ট কোম্পানি (বিডি) লি,. জেনেটিক লিমিটেড, নাভানা রিয়েল এস্টেট লি., রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড, ডম-ইননো বিল্ডার্স লি. ও কমফোর্ট হোমস লি.। সংবাদ সম্মেলনে ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রবিউল হক বলেন, রাজনৈতিক অস্থিরতাসহ বেশ কিছু কারণে গত কয়েক বছর ধরে আবাসন শিল্পে মন্দাভাব বিরাজ করছে। বিভিন্ন প্রতিকূলতার মাঝে এ শিল্পকে বাঁচিয়ে রাখতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় আবাসন প্রকল্পের জন্য জমি বরাদ্দের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শিল্পের স্থবিরতা কাটাতে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি তহবিল গঠন এবং এ তহবিল থেকে ক্রেতা পর্যায়ে সিঙ্গেল ডিজিট সুদে ঋণ প্রদানের ব্যবস্থা রাখার দাবি করেন রিহ্যাব। রিহ্যাব‘র ভারপ্রাপ্ত সভাপতি বলেন, নকশা অনুমোদনে দীর্ঘসূত্রতা ও বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীনতা এ খাতের সমস্যাগুলোকে আরও প্রকট করে তুলেছে। রাউজকের আওতাধীন এলাকায় ইমারতের নকশা দ্রুত অনুমোদনের জন্য ‘ওয়ান স্টপ সার্ভিস সেল’ চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় প্রবেশ টিকিটের মূল্য ধরা হয়েছে (একক) ৫০ টাকা ও (একাধিক ব্যক্তি) ১০০ টাকা। এসব টিকিটে মেলা শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে; এতে প্রথম পুরস্কার ৪২ ইঞ্চি এলইডি টিভি, দ্বিতীয় পুরস্কার দেড় টন স্পিলিট টাইপ এসি, তৃতীয় পুরস্কার ১৪ সিএফসি ফ্রিজ, চতুর্থ পুরস্কার ওয়াশিং মেশিন ও পঞ্চম পুরস্কার হিসেবে দেয়া হবে একটি মাইক্রোওয়েব ওভেন। এ ছাড়া টিকিট বিক্রির বাকি টাকাও সমাজকল্যাণ কাজে ব্যয় করা হবে বলে জানান রিহ্যার ভারপ্রাপ্ত সভাপতি।
No comments