আলোচিত কূটনীতিক দেবযানীকে দায়িত্ব থেকে অব্যাহতি
গণমাধ্যমকে
অননুমোদিত সাক্ষাৎকার দেয়ায় ভারতের আলোচিত কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে
দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ভারত সরকারের একটি সূত্র গতকাল এ তথ্য
দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। নিউ ইয়র্কে গত বছর ডিসেম্বরে
গৃহকর্মীকে ন্যূনতম মজুরির চেয়েও কম বেতন দেয়া ও তার পাসপোর্টে বেতন নিয়ে
মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে দেবযানীকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র পুলিশ।
তাকে বিবস্ত্র করে তল্লাশিও চালানো হয়েছিল। বিষয়টি নিয়ে ভারত ও
যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক কূটনীতিক টানাপড়েন সৃষ্টি হয়। দুই দেশের
কর্মকর্তাদের মধ্যে চলে উত্তপ্ত বাক্যবিনিময়। এমনকি এর প্রেক্ষিতে ভারতে
যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল পদত্যাগ করেন। অবশেষে
গ্রেপ্তারের এক মাস পর তাকে একটি চুক্তির আওতায় ভারতে ফিরিয়ে আনা হয়। তখন
দেবযানী যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসে ডেপুটি কনসাল জেনারেল হিসেবে কাজ
করছিলেন। নিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি। গতকাল
জানা গেছে, বর্তমান দায়িত্ব থেকে দেবযানীকে সরিয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে
অভিযোগ, তিনি গণমাধ্যমকে একটি অননুমোদিত সাক্ষাৎকার দিয়েছেন এবং তার
সন্তানের মার্কিন পাসপোর্ট থাকার বিষয়টি তিনি প্রকাশ করেননি। এ বিষয়
নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে,
প্রতিবেদনটি অসত্য নয়। তার বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত হবে বলেও জানায় সে
সূত্র। প্রসঙ্গত, এক সপ্তাহ আগে এনডিটিভি চ্যানেলের সঙ্গে দু’সন্তানের মাতা
দেবযানী তার গ্রেপ্তার ও অন্যান্য হয়রানি নিয়ে কথা বলেছিলেন। এছাড়া, এ
সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তার দু’সন্তান যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে
এবং তারা মার্কিন নাগরিকও। এর প্রেক্ষিতেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ
সিদ্ধান্ত নিলো। তাকে এখনও চাকরিচ্যুত করা না হলেও, নির্দিষ্ট দায়িত্ব থেকে
অব্যাহতি দেয়া হয়েছে।
No comments