শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত ম্যান্ডেলা
দক্ষিণ আফ্রিকা বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো তাদের প্রয়াত নেতা নেলসন ম্যান্ডেলার প্রতি রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানাচ্ছে। বর্ণবাদ বিরোধী এই মহান নেতার উন্মুক্ত কফিনটি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার একটি উঁচু মঞ্চে রাখা হয়েছে। কফিনের দুই প্রান্তে সাদা ইউনিফর্ম পরা দুই নৌ-কর্মকর্তা চোখ মুছে, মাথা নুইয়ে ও তাদের তরবারি নিুমুখী করে দাঁড়িয়ে আছেন। বুধবার বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দক্ষিণ আফ্রিকার হাজার হাজার মানুষ এই মহান নেতার কফিনে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা জানাতে আসা অনেকে শোকে ভেঙে পড়েন। ম্যান্ডেলার সাবেক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট এফডব্লিউ ক্লার্ক, সাবেক স্ত্রী উইনি মাদিকিজেলাসহ অনেকেই আসেন শেষ শ্রদ্ধা জানাতে।
বুধবার হাজার হাজার মানুষ সারি বেঁধে ম্যান্ডেলার কফিনের পাশ দিয়ে শ্রদ্ধাবনত ভঙ্গিতে হেঁটে যান। মানুষের সারি এক পর্যায়ে দেড় কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়ে পড়ে। অনেকে এমনকি শেষ পর্যন্ত কফিন পর্যন্ত পৌঁছুতে ব্যর্থ হন। তারাও বৃহস্পতিবার আরও হাজার মানুষের সঙ্গে নেতার কফিনে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাচ্ছেন। রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর দ্বিতীয় দিন একটি কালো গাড়িতে করে রাজধানী প্রিটোরিয়া প্রদক্ষিণ করা হয়। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শুরু হয়। ১৬টি মোটরসাইকেলের পাহারায় ম্যান্ডেলার জাতীয় পতাকা মোড়ানো কফিনবাহী গাড়িটি প্রিটোরিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার পাশে দাঁড়ানো জনতা জাতীয় পতাকা নাড়িয়ে তাদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানান। ম্যান্ডেলার উন্মুক্ত কফিনটি ইউনিয়ন বিল্ডিংয়ের এম্ফিথিয়েটারে রাখা হয়েছে। এটি শিগগির ম্যান্ডেলার সম্মানে পুনঃনামকরণ করা হবে। তথ্য সূত্র : এএফপি।
No comments