বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাহুল গান্ধী
ভারতের দিল্লি বিমানবন্দরে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ক্ষমতাসীন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। তাকে বহনকারী বেসরকারি বাণিজ্যিক বিমানটি অবতরণ করার সময় পাইলট একই রানওয়েতে আরেকটি বিমান দেখতে পান। এ অবস্থায় রাহুলকে বহনকারী বিমানটিকে রানওয়ে স্পর্শ করার কয়েক সেকেন্ড আগে কন্ট্রোল টাওয়ার থেকে অবতরণ না করে আবার আকাশে উড়াল দিতে বলা হয়। এ সময় সেসনা সিট্যাশন জেট বিমানটির পাইলট দক্ষতার সঙ্গে আবার আকাশে উড়ে যান। ফলে রানওয়েতে থাকা বিমানটির সঙ্গে নিশ্চিত সংঘাত ও মারাÍক দুর্ঘটনা থেকে বেঁচে যান রাহুল গান্ধী। মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
সূত্রের বরাত দিয়ে দৈনিকটি জানায়, রাহুল গান্ধী রায় বেরেলি থেকে দিল্লি আসার পথে ওই ঘটনার সম্মুখীন হন। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বাণিজ্যিক জেট বিমানটিকে অবতরণের ক্লিয়ারেন্স দেয়া হয়। এটি অবতরণের আগে ভারতীয় বিমান বাহিনীর একটি প্লেন ওই একই রানওয়েতে অবতরণ করে। কন্ট্রোল টাওয়ার ধারণা করে, বিমান বাহিনীর চলমান বিমানটি রাহুলকে বহনকারী জেট বিমানের অবতরণের আগেই সেখান থেকে সরে যাবে। কিন্তু সেসনা জেটটি অনুমিত সময়ের আগেই রানওয়ের কাছাকাছি চলে আসে। তখনও বিমান বাহিনীর প্লেনটি রানওয়ে থেকে বাঁক নিয়ে অন্য লাইনে সরে যেতে পারেনি। এ অবস্থায় দুইটি বিমানের নিশ্চিত সংঘর্ষ এড়াতে কন্ট্রোল টাওয়ার থেকে সেসনা বিমানের পাইলটকে আবার টেক অব করতে বলা হয়। আর এভাবেই মৃত্যুর হাত থেকে রক্ষা পান রাহুল গান্ধী। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।
No comments