সোনিয়া গান্ধীর আরোগ্য কামনায় প্রার্থনা
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে গতকাল সোমবার ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল কংগ্রেস পার্টির সদস্য, আইনপ্রণেতা ও কর্মীরা দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করেছেন। পুদুচেরি কংগ্রেসের সভাপতি এ ভি সুব্রামানিয়ানের নেতৃত্বে মানাকুলা বিনয়াকার মন্দিরে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রার্থনা সভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ই বালসরাজ, সাবেক কল্যাণবিষয়ক মন্ত্রী এম কান্দাস্বামী, কংগ্রেস আইনপ্রণেতা লক্ষ্মীনারায়ণ ও সাবেক স্পিকার এম ডি আর রামচন্দ্রন উপস্থিত ছিলেন।
৬৪ বছর বয়সী সোনিয়ার দেহে গত ৪ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। চিকি ৎ সকেরা অস্ত্রোপচার সফল হওয়ার কথা জানিয়েছেন। তবে সোনিয়ার কী ধরনের অসুস্থতার জন্য অস্ত্রোপচার করা হয়েছে, সে বিষয়ে তাঁর দল বা পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি।
সোনিয়াকে গত শনিবার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে চিকি ৎ সকদের তত্ত্বাবধানে তিনি সেখানে আরও কয়েক দিন অবস্থান করবেন।
প্রার্থনা সভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ই বালসরাজ, সাবেক কল্যাণবিষয়ক মন্ত্রী এম কান্দাস্বামী, কংগ্রেস আইনপ্রণেতা লক্ষ্মীনারায়ণ ও সাবেক স্পিকার এম ডি আর রামচন্দ্রন উপস্থিত ছিলেন।
৬৪ বছর বয়সী সোনিয়ার দেহে গত ৪ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। চিকি ৎ সকেরা অস্ত্রোপচার সফল হওয়ার কথা জানিয়েছেন। তবে সোনিয়ার কী ধরনের অসুস্থতার জন্য অস্ত্রোপচার করা হয়েছে, সে বিষয়ে তাঁর দল বা পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি।
সোনিয়াকে গত শনিবার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে চিকি ৎ সকদের তত্ত্বাবধানে তিনি সেখানে আরও কয়েক দিন অবস্থান করবেন।
No comments